
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে একই পরিবারের আপন চাচি এবং ভাতিজির মাত্র পাঁচ দিনের ব্যবধানে ভিন্ন দুই যুবকের সঙ্গে উধাও হয়ে যাওয়ার ঘটনায় পুরো কয়ড়া গ্রামজুড়ে তীব্র চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার কয়ড়া উত্তরপাড়া সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে। উধাও হওয়া নারীর নাম বর্ষা। তিনি কয়ড়া উত্তরপাড়া সর্দার বাড়ির মোফাজ্জল সর্দারের মেয়ে। প্রায় ৬ বছর আগে কয়ড়া বাজার এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক সৌদি প্রবাসীর সঙ্গে বর্ষার বিয়ে হয়। তাদের সংসারে রয়েছে একটি ফুটফুটে ৪ বছরের ছেলে সন্তান।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, বর্ষার স্বামী প্রবাসে থাকার সুবাদে প্রতিবেশী আলীর ছেলে ইয়ামিনের সঙ্গে তিনি পরকীয়ায় জড়িয়ে পড়েন। এই পরকীয়া সম্পর্কের টানেই বর্ষা তার ৬ বছরের সাজানো সংসার এবং ৪ বছরের সন্তানকে ফেলে রেখে প্রেমিক ইয়ামিনের হাত ধরে উধাও হয়েছেন।
ঘটনাটি আরও বেশি চাঞ্চল্য সৃষ্টি করেছে কারণ এর মাত্র পাঁচ দিন আগেই বর্ষার আপন চাচি কনিকা একই গ্রামের খোকনের সঙ্গে পালিয়ে যান। কনিকাও তার ১০ বছরের সংসার এবং ৮ বছরের কন্যাসন্তানকে ফেলে প্রেমিকের হাত ধরে চলে যান। কনিকা সদ্য সাবেক হওয়া স্বামী মেহেদী হাসান মিন্টু সর্দার হলেন বর্ষার প্রবাসী স্বামীর ভাতিজা।
এইভাবে এক সপ্তাহের ব্যবধানে একই পরিবারের আপন চাচি ও ভাতিজির যুবকের হাত ধরে চলে যাওয়ার ঘটনা মাদারগঞ্জ জুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
বর্ষার সৌদি প্রবাসী স্বামী এই মুহূর্তে গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি। তবে তিনি অচিরেই মাদারগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ২২:২৬:৪১ ১৪৯ বার পঠিত