ঢাকা-সিলেট মহাসড়কে যানজট নিরসনে উড়াল সেতুর পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়ক উপদেষ্টা

প্রথম পাতা » চট্টগ্রাম » ঢাকা-সিলেট মহাসড়কে যানজট নিরসনে উড়াল সেতুর পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়ক উপদেষ্টা
বুধবার, ৮ অক্টোবর ২০২৫



ঢাকা-সিলেট মহাসড়কে যানজট নিরসনে উড়াল সেতুর পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়ক উপদেষ্টা

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ঢাকা-সিলেট মহাসড়কের যানজট নিরসনে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড এলাকায় একটি উড়াল সেতু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, এ বিষয়ে প্রকল্প সংশ্লিষ্টদের ডিজাইন প্রণয়নসহ সার্বিক বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছ। সড়কপথে যানজটের কারণে রেলপথে অতিরিক্ত চাপ বেড়েছে। দ্রুত সময়ে মধ্যে এ সমস্যার সমাধান করা হবে।

আজ বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড় এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

এ সময় তার সঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সোয়া ১০টায় মুহাম্মদ ফাওজুল কবির খান ট্রেনে ভৈরবে যান। পরে তিনি সড়ক পথে আশুগঞ্জ হোটেল উজানভাটি থেকে গাড়িবহর নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সরাইল বিশ্বরোডের উদ্দেশে যাত্রা শুরু করেন। এ সময় তিনি আশুগঞ্জের সোহাগপুর, সোনারামপুর, সরাইলের বড়তলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের কবলে পড়েন। তিন ঘণ্টা রাস্তায় যানজটে আটকা থাকার পর তিনি মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোডে পৌঁছান।

সেখানে মহাসড়ক পরিদর্শন শেষে উপদেষ্টা বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে ঊর্ধ্বতন ১২ জন কর্মকর্তাকে ঢাকায় অফিসে না বসে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডের অস্থায়ী কার্যালয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এ বিষয়ে অবহেলা করলে বা অফিসে না পাওয়া গেলে তাদের সাসপেন্ড করা হবে।

এ সময় তার সঙ্গে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, জেলা পুলিশ সুপার এহতেশামুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:০৩:৫৭   ৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ঢাকা-সিলেট মহাসড়কে যানজট নিরসনে উড়াল সেতুর পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়ক উপদেষ্টা
বাসাবাড়িতে আর পাইপ লাইনের গ্যাস সংযোগ দেওয়া হবে না: জ্বালানি উপদেষ্টা
চাকসু নির্বাচন: ৯ দফা ইশতেহার ঘোষণা ছাত্রশিবির সমর্থিত জোটের
বাসচাপায় হেফাজত নেতা নিহত: চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ
রাঙ্গামাটিতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের প্রস্তুতি কর্মশালা
অ্যাম্বুলেন্সে লুকানো ছিল ডাকাতির সরঞ্জাম, আটক ৩
ব্রাহ্মণপাড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত সুজনের মৃত্যু
আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাচ্ছি : আমীর খসরু
ব্রাহ্মণবাড়িয়া ১ আসন থেকে মোঃ শফিকুল এর নির্বাচনী ঘোষণা
রাঙ্গামাটিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ