শনিবার, ১১ অক্টোবর ২০২৫

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার
শনিবার, ১১ অক্টোবর ২০২৫



কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পুকুর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ অক্টোবর) সকালে স্থানীয়দের নজরে আসে পুকুরে ভাসমান মরদেহটি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে সব দিক বিবেচনা করে মরদেহটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড এটি খতিয়ে দেখা হচ্ছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুল আজিজ বলেন, ‘স্থানীয়দের দেয়া খবরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এসময় একটি বাটন মোবাইল ও একটি পায়ের স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। মৃত ওই নারীর নাম-পরিচয় এখনও জানা যায়নি।’

তিনি জানান, ময়নাতদন্তের প্রতিবেদন ও পরিচয় নিশ্চিত হওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১১:৩৭:৪২   ৬৬ বার পঠিত