আজারবাইজানকে হারিয়ে বিশ্বকাপে এক পা ফ্রান্সের

প্রথম পাতা » খেলাধুলা » আজারবাইজানকে হারিয়ে বিশ্বকাপে এক পা ফ্রান্সের
শনিবার, ১১ অক্টোবর ২০২৫



আজারবাইজানকে হারিয়ে বিশ্বকাপে এক পা ফ্রান্সের

আজারবাইজানকে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের মূল পর্বে এক পা দিয়ে রাখলো ফ্রান্স। অক্টোবর উইন্ডোতে পরের ম্যাচে জিতলেই বিশ্বকাপের টিকেট নিশ্চিত হয়ে যাবে ফরাসিদের। প্যারিসে শুক্রবার (১০ অক্টোবর) রাতে ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ‘ডি’ গ্রুপের ম্যাচে আজারবাইজানকে ৩-০ গোলে হারিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

পুরো ম্যাচজুড়ে যেন আক্রমণের পসড়া সাজিয়ে বসেছিলো ফ্রান্স। একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে আজারবাইজান। দুর্দান্ত এক গোলে দলকে প্রথম লিড এনে দেন কিলিয়ান এমবাপ্পে। এরপর সতীর্থের গোলে রাখলেন অবদান। অন্যদিকে ৬ বছর পর জাতীয় দলের জার্সিতে মাঠে নামার এক মিনিটের মধ্যেই গোলের দেখা পেলেন তোভাঁ।

তবে জয় পেলেও ফরাসি শিবিরে অস্বস্তির কারণ এমবাপ্পের চোট। ম্যাচের শেষ দিকে পায়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন তিনি। তার বদলি হিসেবে নেমেই দারুণ এক গোল করেন তোভাঁ। দলের দ্বিতীয় গোলটি করেছেন আদ্রিও র‌্যাবিয়ট।

৭৬ শতাংশের বেশি বল নিজেদের দখলে রেখে গোলের জন্য মোট ৩৩টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখতে পারে ফ্রান্স। আজারবাইজান শট নিতে পারে স্রেফ একটি।

তিন ম্যাচের সবগুলোতে জিতে ৯ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে আছে ফ্রান্স। একই রাতে আরেক ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ৫-৩ গোলে জিতেছে ইউক্রেন। ৪ পয়েন্ট নিয়ে তারা আছে গ্রুপের দুইয়ে। ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আইসল্যান্ড। ১ পয়েন্ট নিয়ে তলানিতে আজারবাইজান। গ্রুপের শীর্ষ দল পাবে সরাসরি বিশ্বকাপের টিকেট।

ম্যাচের ২০ সেকেন্ডের মধ্যেই বড় সুযোগ পান এমবাপ্পে। প্রতিপক্ষের ভুল পাসে বল পেয়ে এগিয়ে যান তিনি। সামনে বাধা ছিল কেবল গোলরক্ষক। ২০ গজ দূর থেকে এমবাপ্পের শট বেরিয়ে যায় ক্রসবার ঘেঁষে।

প্রথমার্ধের যোগ করা সময়ে প্রায় একক নৈপুণ্যে দুর্দান্ত গোলে লিড এনে দেন অধিনায়ক। একিতিকের পা থেকে বক্সে বল পেয়ে নিচু শটে জাল খুঁজে নেন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১০ ম্যাচে গোল করলেন এমবাপ্পে। দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে আরেক ধাপ এগিয়ে গেলেন তিনি। জাতীয় দলের হয়ে তার গোল হলো ৫৩টি। ৫৭ গোল নিয়ে চূড়ায় আছেন অলিভিয়ে জিরুঁদ।

দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের ওপর চাপ আরও বাড়ায় ফ্রান্স। ৪৯তম মিনিটে একিতিকের শট পোস্টে লেগে বাঁধা পায়। একটু পর এমবাপ্পের শট প্রতিহত হয় রক্ষণে। ৬৮তম মিনিটে কিফহেন থুরামের শট ফিরিয়ে দেন গোলরক্ষক। পরের মিনিটেই দ্বিতীয় গোলের দেখা পায় ফ্রান্স। বাঁ দিক থেকে এমবাপ্পের ক্রসে বক্সে হেডে ঠিকানা খুঁজে নেন রাবিওট। ৭২তম মিনিটে গোলের জন্য একমাত্র শটটি নিতে পারে আজারবাইজান, সেটিও লক্ষ্যভ্রষ্ট।

অস্বস্তি নিয়ে ৮৩তম মিনিটে মাঠ থেকে বেড়িয়ে যান এমবাপ্পে। তার বদলি নেমে পরের মিনিটেই স্কোরলাইন ৩-০ করেন তোভাঁ। থিও হার্নান্দেজের ক্রস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে বল জালে জড়ান ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড। ফ্রান্সের হয়ে আগের ১০ ম্যাচের সবশেষটি তিনি খেলেছিলেন ২০১৯ সালের জুনে। দীর্ঘ সময় পর দলে ফিরেই পেলেন গোলের দেখা।

বাংলাদেশ সময়: ১৬:২২:১১   ৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


জার্মানদের আক্রমণের ঝড়ে উড়ে গেলো লুক্সেমবার্গ
আজারবাইজানকে হারিয়ে বিশ্বকাপে এক পা ফ্রান্সের
ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার কষ্টার্জিত জয়
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
দক্ষিণ কোরিয়াকে গোলবন্যায় ভাসিয়ে দিলো ব্রাজিল
লড়াই করে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের হার
চাঁদপুরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
নাইজেরিয়াকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
আফগানদের ২২২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
দেশের ক্রিকেট উন্নয়নের প্রেমে পড়ে গেছি: বুলবুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ