
জেলায় আজ টাইফয়েড টিকা দেওয়ার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার সকাল ১০টায় শহরের হরচন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বেলুন উড়িয়ে এবং শিশুদের টিকা প্রয়োগের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।
এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, টাইফয়েড থেকে শিশুদের সুরক্ষা দিতে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। অভিভাবকদের উচিত হবে যেন কোনো শিশুই টিকা গ্রহণ থেকে বঞ্চিত না হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. রিফাত আহমেদ।
এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার, পৌর প্রশাসক কাওছার হোসেন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক তাপস কুমার শীল, জেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিনুল ইসলাম মজুমদার।
চার সপ্তাহ ব্যাপী চলমান এ কর্মসূচিতে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এক ডোজ টাইফয়েড টিকা বিনামূল্যে দেওয়া হবে। জেলার ১ লাখ ৫৮ হাজার ৪৯৭ শিশু এ টিকাদানের আওতায় রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় এবং জেলা সিভিল সার্জন অফিসের ব্যবস্থাপনায় এ টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, জেলার সব স্কুল, মাদরাসা ও প্রাক-প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ধাপে ধাপে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
বাংলাদেশ সময়: ১৬:১৫:৩৯ ৮ বার পঠিত