জামালপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষকের অভিযোগ, প্রধান শিক্ষক অবরুদ্ধ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষকের অভিযোগ, প্রধান শিক্ষক অবরুদ্ধ
রবিবার, ১২ অক্টোবর ২০২৫



জামালপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষকের অভিযোগ, প্রধান শিক্ষক অবরুদ্ধ

জামালপুর প্রতিনিধি : কোচিং সেন্টার পরিচালনা নিয়ে দ্বন্দ্বের জেরে জামালপুরের ইসলামপুর উপজেলার বেনুয়ার চর মোশারফ হোসেন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের মধ্যে মতবিরোধের জেরে উত্তেজনা রূপ নেয় বিক্ষোভ ও অবরোধে। সহকারী শিক্ষকের পক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের বিক্ষোভে প্রধান শিক্ষক অবরুদ্ধ হয়ে পড়েন। উদ্ভূত পরিস্থিতিতে ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমরুল হাসান তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত প্রায় সোয়া দুই ঘণ্টা এই উত্তপ্ত পরিস্থিতি চলে।

জানা যায়, গত বুধবার বিশেষ এক সভায় প্রধান শিক্ষক নূর আলম শাহিন তাঁর পরিচালিত কোচিং সেন্টারে পাঠদানের জন্য সহকারী শিক্ষক হযরত আলীকে অনুরোধ করেন। কিন্তু হযরত আলী নিজে পৃথকভাবে প্রাইভেট পড়ানোর কথা জানিয়ে এতে অসম্মতি জানান। এ নিয়ে কথা কাটাকাটি শুরু হলে তা উত্তপ্ত বাক্যে রূপ নেয়।

ওই ঘটনার জেরে রবিবার বিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ প্রধান শিক্ষককে অবরুদ্ধ করেন এবং তাঁর পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থী ছাড়াও স্থানীয় জনসাধারণ ও বহিরাগত মিলিয়ে বিক্ষোভে প্রায় সহস্রাধিক মানুষ অংশ নেন। এ সময় বিক্ষুব্ধরা প্রধান শিক্ষকের কার্যালয়ের আসবাবপত্র ভাংচুর ও গুরুত্বপূর্ণ নথিপত্র ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ পাওয়া যায়।

সহকারী শিক্ষক হযরত আলী অভিযোগ করে বলেন, “গত বুধবার অফিস কক্ষে প্রধান শিক্ষক আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং গায়ে হাত তোলেন। এর আগেও তিনি আরও কয়েকজন সহকর্মীকে লাঞ্ছিত করেছেন। আমি তাঁর বিচার দাবি করছি। এমন একজন শিক্ষকের হাতে একটি শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদ নয়।”

অন্যদিকে প্রধান শিক্ষক নূর আলম শাহিন সহকারী শিক্ষক হযরত আলীর বিরুদ্ধে ‘দীর্ঘদিন ধরে রাতের বেলায় গোপনে কোচিং বাণিজ্য চালানোর’ অভিযোগ এনে বলেন, “এলাকার অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে আমি বিষয়টি নিয়ে বৈঠক করি। সে (হযরত আলী) উত্তেজিত হয়ে আমাকে মারতে আসে। সহকর্মীরা বাধা না দিলে বড় কিছু ঘটতে পারত। আজ পরিকল্পিতভাবে বহিরাগতদের নিয়ে এসে আমাকে মারধর করা হয়েছে, অফিসের আসবাবপত্র ভাংচুর ও গুরুত্বপূর্ণ নথিপত্র ছিঁড়ে ফেলা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

বিষয়টি জানাজানি হওয়ার পরপরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এএসপি ইমরুল হাসান। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং উভয় পক্ষকে আলাদা করে বক্তব্য শোনেন।

এএসপি ইমরুল হাসান বলেন, “শিক্ষাঙ্গন কোনো রাজনৈতিক মাঠ নয়, বা ব্যক্তিগত বিরোধ নিষ্পত্তির স্থানও নয়। এখানে কোনো প্রকার বিশৃঙ্খলা সহ্য করা হবে না। আমরা দুই পক্ষের বক্তব্য শুনেছি এবং পরিস্থিতি শান্তভাবে নিয়ন্ত্রণে এনেছি। তবে বিষয়টি এখানেই শেষ নয়। প্রয়োজন হলে তদন্ত করে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তিনি ইতোমধ্যে ইউএনও মহোদয় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। তাঁরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিয়েছেন। এএসপি আরও সতর্ক করেন যে, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয়ে এমন বিশাল জনসমাগম ও উত্তেজনা অত্যন্ত উদ্বেগজনক এবং কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারবে না।

এ সময় স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতা লাল মিয়া মাস্টার, উপজেলা যুবদল নেতা হামিদুর রহমান মলিন, ইউনিয়ন যুবদল নেতা রাজু আহাম্মেদ, লুৎফর রহমান, বুলবুল আহাম্মেদ, পলাশ মিয়াসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশকে সহযোগিতা করেন।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রিত থাকলেও বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকমহলে চাপা উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত সমাধানের মাধ্যমে বিদ্যালয়ে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২২:০৭:১৪   ৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান অ্যাডভোকেট টিপুর
নারায়ণগঞ্জে সবচেয়ে বড় সমস্যা মাদক: ডিসি
রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’র ভিত্তিপ্রস্তর স্থাপন
খুলনাকে উড়িয়ে আবারও চ্যাম্পিয়ন রংপুর
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
জামালপুরে মামীর ঘরের বারান্দায় ভাগিনার আত্মহত্যা
ন্যাম বৈঠকে যোগ দিতে কাম্পালার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র উপদেষ্টা
শিশুর সুরক্ষায় টাইফয়েড টিকাদান কর্মসূচি একটি মাইলফলক : শারমীন এস মুরশিদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ