আজ বিশ্ব মান দিবস

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজ বিশ্ব মান দিবস
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫



আজ বিশ্ব মান দিবস

দেশব্যাপী নানা আয়োজনে আজ মঙ্গলবার পালিত হচ্ছে ৫৬তম বিশ্ব মান দিবস।

পণ্য ও সেবার মান উন্নয়ন এবং তা বজায় রাখার গুরুত্ব সম্পর্কে কর্তৃপক্ষ, উদ্যোক্তা ও ভোক্তাদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবছর বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এ দিবসটি পালন করা হয়।

জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সংস্থাটির প্রধান কার্যালয়সহ বিভাগীয় ও জেলা কার্যালয়গুলোতে আলোচনা সভা এবং প্রচারমূলক কার্যক্রম আয়োজন করা হয়েছে।

এছাড়া বিটিআরসি’র সহায়তায় মোবাইল ফোন ব্যবহারকারীদের কাছে সচেতনতামূলক খুদে বার্তা (এসএমএস) পাঠানো হচ্ছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডও টাঙানো হয়েছে।

এ উপলক্ষ্যে আজ সকাল সাড়ে ১০টায় কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএসটিআই’র উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ বক্তা হিসেবে অংশ নেবেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, এফবিসিসিআই’র মহাসচিব মো. আলমগীর এবং কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ. এইচ. এম. সফিকুজ্জামান।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখবেন বিএসটিআই-এর মহাপরিচালক (গ্রেড-১) এস. এম. ফেরদৌস আলম।

পণ্য ও সেবা মানের নিশ্চয়তার গুরুত্ব তুলে ধরতে এবং মানসম্পন্ন উৎপাদন ও ভোক্তা অধিকার রক্ষার আহ্বান জানাতে বিশ্ব মান দিবস প্রতি বছর আন্তর্জাতিকভাবে পালন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:১৯:১২   ১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাঙ্গামাটিতে ঘুষ লেনদেনে সার্ভেয়ার জেনন চাকমাকে গ্রেফতার ও বরখাস্তের দাবিতে মানববন্ধন
আগামী নির্বাচনে শাপলা প্রতীক নিয়েই অংশ নেবে এনসিপি : সারজিস আলম
প্রবল শক্তি নিয়ে ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা
রাজনৈতিক ভুলে ফ্যাসিস্টদের কবলে পড়া যাবে না : মির্জা ফখরুল
গভীর সমুদ্রে মৎস্য আহরণে বাংলাদেশকে সহায়তা দেবে এফএও
চট্টগ্রামে দুই রেস্টুরেন্টকে জরিমানা
প্রতীক তালিকায় শাপলা না থাকায় এনসিপিকে বরাদ্দ দেওয়া যায়নি : ইসি সচিব
ফরিদপুরে বিশ্ব মান দিবস পালিত
সাতক্ষীরায় হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত
আজ বিশ্ব মান দিবস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ