বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

ভোগান্তির আশঙ্কায় জামালপুরে ভোটকেন্দ্র স্থানান্তর বাতিলে মানববন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোগান্তির আশঙ্কায় জামালপুরে ভোটকেন্দ্র স্থানান্তর বাতিলে মানববন্ধন
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫



ভোগান্তির আশঙ্কায় জামালপুরে ভোটকেন্দ্র স্থানান্তর বাতিলে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলায় পূর্বের ভোটকেন্দ্র বহাল রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় গ্রামবাসী।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার পাথশী ইউনিয়নের আজিরউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি বহাল রাখার দাবিতে, উপজেলা নির্বাচন অফিসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক স্থানীয় নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হঠাৎ করে দীর্ঘদিনের ভোটকেন্দ্রটি স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়ায় সাধারণ ভোটারদের ভোটাধিকার প্রয়োগে ভোগান্তি সৃষ্টি হবে। বিশেষ করে নারী ও বয়স্ক ভোটারদের জন্য এটি হবে অত্যন্ত কষ্টকর।

বক্তারা বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিতে চাই। তাই পুরনো কেন্দ্রটি আগের জায়গায় পুনর্বহাল রাখার অনুরোধ জানাই।”

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা দ্রুত এ বিষয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষে আন্দোলনকারীরা উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন।

বাংলাদেশ সময়: ২২:১৬:৩৫   ৩৬৪ বার পঠিত