
পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে বুধবার নতুন করে সংঘর্ষে বেশ কয়েকজন সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। উভয় দেশের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, তালেবানরা দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিম সীমান্তের দুটি বড় চৌকিতে হামলা করেছে। ভোরে হামলা প্রতিহতের সময় আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলডাক এলাকায় অন্তত ২০ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন।
তালেবানরা সীমান্তবর্তী গ্রামগুলো লক্ষ্য করে হামলা করেছিল। তারা বেসামরিক নাগরিকের নিরাপত্তা তোয়াক্কা করেনি বলেও অভিযোগ পাকিস্তানি সেনাবাহিনীর। উত্তর-পশ্চিম সীমান্তে মঙ্গলবার রাতভর সংঘর্ষে আরও অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, স্পিন বোলডাকের কাছে সংঘর্ষে ১৫ জন বেসামরিক নাগরিক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রাণ হারিয়েছেন তাদের দুই থেকে তিনজন যোদ্ধা।
তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেছেন, পাকিস্তানি সেনারা হালকা ও ভারী অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। সংঘর্ষে ১০০ বেসামরিক নাগরিক আহত হয়েছেন। পাকিস্তানি সেনা নিহত এবং সীমান্ত চৌকি দখলের পর পরিস্থিতি শান্ত হয়েছে। তবে পাকিস্তানি সেনাবাহিনী এই দাবিকে মিথ্যা বলে অভিহিত করেছে।
গত শনিবারের সংঘর্ষে অন্তত ৫৮ জন পাকিস্তানি সেনা নিহতের দাবি করেছিল তালেবান। আর পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়, তালেবান ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ২০০ জন নিহত হয়েছেন।
শনিবার রাতের ঘটনার আগে গত বৃহস্পতিবার কাবুলসহ দুটি এলাকায় বিস্ফোরণ হয়। এর জন্য পাকিস্তানকে দায়ী করে তালেবান। বলা হয়, পাকিস্তান বিমান হামলা চালিয়েছে। তবে তখন এমন অভিযোগ নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করে ইসলামাবাদ বলেছিল, আফগানিস্তান পাকিস্তানি তালেবান (তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি) জঙ্গি গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে। এ অভিযোগ অস্বীকার করে কাবুল।
বাংলাদেশ সময়: ১৭:৩৭:১১ ১৮ বার পঠিত