রোহিঙ্গাদের জন্য প্রাণরক্ষাকারী স্বাস্থ্যসামগ্রী হস্তান্তর করল ইউএনএফপিএ ও ইউরোপীয় ইউনিয়ন

প্রথম পাতা » ছবি গ্যালারী » রোহিঙ্গাদের জন্য প্রাণরক্ষাকারী স্বাস্থ্যসামগ্রী হস্তান্তর করল ইউএনএফপিএ ও ইউরোপীয় ইউনিয়ন
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫



রোহিঙ্গাদের জন্য প্রাণরক্ষাকারী স্বাস্থ্যসামগ্রী হস্তান্তর করল ইউএনএফপিএ ও ইউরোপীয় ইউনিয়ন

জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) আজ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবিক সহায়তা বিভাগের সহযোগিতায় রোহিঙ্গা ও কক্সবাজারের আশ্রয়দাতা জনগোষ্ঠীর মাতৃ ও নবজাতকের মৃত্যু প্রতিরোধে ব্যবহৃত জরুরি চিকিৎসা সরঞ্জামের একটি নতুন চালান বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করেছে।

আজ রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ইউএনএফপিএ প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং সরকারের প্রতিনিধিদের উপস্থিতিতে এসব সরঞ্জাম হস্তান্তর করেন বলে সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই সহায়তা সরাসরি ফ্রেন্ডশিপ ফিল্ড হাসপাতালে জরুরি প্রসূতি সেবা জোরদারে ভূমিকা রাখবে—যা রোহিঙ্গা শিবিরগুলোর প্রধান রেফারেল কেন্দ্র হিসেবে প্রতি মাসে প্রায় ছয় হাজার রোগীকে চিকিৎসা দেয়।

চালানটিতে বিশেষায়িত রক্তসঞ্চালন কিট ও অস্ত্রোপচার সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে, যা সিজারিয়ান সেকশন ও অন্যান্য জটিল অপারেশনে ব্যবহৃত হবে। এতে প্রায় ১ লাখ ৫০ হাজার মানুষের উপকার হবে বলে আশা করা হচ্ছে।

এই সহায়তা এক মিলিয়ন ইউরো (প্রায় ১২ কোটি টাকা) মূল্যের একটি ইইউ-অর্থায়িত প্রকল্পের অংশ, যার লক্ষ্য প্রজনন স্বাস্থ্যসেবা সরবরাহব্যবস্থা উন্নত করা এবং প্রায় ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগণের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীর নিরবচ্ছিন্ন প্রাপ্যতা নিশ্চিত করা।

ক্যাথরিন ব্রিন কামকং বলেন, ‘কোনো নারী যেন সন্তান জন্ম দিতে গিয়ে প্রাণ না হারায়। ইউএনএফপিএ ও ইইউ’র এই অংশীদারিত্ব মায়েদের ও নবজাতকদের জন্য জীবনরক্ষাকারী চিকিৎসা সেবা নিশ্চিতের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

২০২৪ সালের মাতৃ ও নবজাতক মৃত্যুর নজরদারি ও প্রতিক্রিয়া প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর রোহিঙ্গা শিবিরে ৪৬টি মাতৃমৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়। যদিও ২০২১ সালের তুলনায় মৃত্যুহার ৪৫ শতাংশ হ্রাস পেয়েছে, তবুও বর্তমানে প্রতি মাসে গড়ে ৩ু৫টি মৃত্যু ঘটছে।

বাংলাদেশে ইইউ মানবিক সহায়তা প্রধান দাভিদে জাপা বলেন, ‘নিরাপদ প্রসব কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক মানবাধিকার। সময়মতো জরুরি প্রসূতি সেবায় প্রবেশাধিকার ও নির্ভরযোগ্য সরবরাহব্যবস্থা মাতৃমৃত্যু হ্রাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি রক্ষা পাওয়া জীবন আমাদের অংশীদারিত্ব ও সংহতির সাক্ষ্য বহন করে।’

এই উদ্যোগটি ইউএনএফপিএ’র বৃহত্তর কর্মসূচির অংশ, যার মাধ্যমে কক্সবাজার জেলা ও নোয়াখালীর ভাসানচরে প্রজনন স্বাস্থ্যসংক্রান্ত জরুরি অবস্থায় স্বাস্থ্যসেবা প্রস্তুতি জোরদার করা হচ্ছে। এতে প্রজননক্ষম বয়সী ৩ লাখেরও বেশি নারী উপকৃত হবেন।

বাংলাদেশ সময়: ২২:৪৫:৫৪   ১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিশ্ব খাদ্য ফোরামে যোগ দিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা
বিএনপি প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি ঐতিহাসিক নির্বাচন চায়: সালাহউদ্দিন আহমেদ
আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে : প্রধান উপদেষ্টা
ভিসা ফি প্রদানের প্রক্রিয়া ডিজিটালাইজড করছে সরকার : বিডা চেয়ারম্যান
জামালপুরে ৩১ দফা দাবিতে যুবদলের লিফলেট বিতরণ।
‘গত ১৬ বছর ওসমান দালালরা ভোট ‘হাইজ্যাক’ করে গণতন্ত্রকে হত্যা করেছে’
‘বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডেঙ্গু মশার প্রজননক্ষেত্র’
‘ই-বেইলবন্ড’ চালুর মাধ্যমে বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতি আসবে - আসিফ নজরুল
গণতন্ত্রের অভিযাত্রায় সংকট সৃষ্টি হলে ‘কালো ঘোড়ার অনুপ্রবেশ’ হতে পারে : রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ