বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের ইঙ্গিত দিলেন ট্রাম্প

প্রথম পাতা » খেলাধুলা » বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের ইঙ্গিত দিলেন ট্রাম্প
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫



বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের ইঙ্গিত দিলেন ট্রাম্প

বোস্টন থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নেয়ার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিরাপত্তা জনিত কারণে সেখান থেকে ম্যাচ সরিয়ে নেয়ার কথা ভাবছেন তিনি। শুধু তাই নয়, বোস্টনের মেয়রের ব্যর্থতাকে দুষছেন ট্রাম্প। এদিকে, মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের পর নিরাপত্তায় জোর দিয়ে দেশটির সরকারের ওপর সব দায় চাপিয়েছেন ফিফা মুখপাত্র।

বিশ্বকাপ ফুটবল মাঠে গড়াতে বাকি এক বছরেরও কম সময়। তিন দেশে আয়োজিত এই বিশ্বকাপ ঘিরে সেজে উঠেছে ভেন্যুগুলো। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো মাঠে গড়ানোয় সেখানকার প্রস্তুতি গুছিয়ে এনেছে আয়োজকরা। এবার অপেক্ষা শুধু মাঠের লড়াইয়ের।

ফুটবল মহারণ মাঠে গড়ানোর আগে টিকিট, ভেন্যু নির্ধারণসহ ক্যাম্পেইন সবই চালিয়ে যাচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তবে, এবার নতুন এক সমস্যায় ২০২৬ বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের ১১টি ভেন্যুতে ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলোতে মাঠে গড়াবে। সেখানে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সবচেয়ে বেশি মনযোগী ফিফা। তবে, এবার সেই নিরাপত্তা ইস্যুতেই আলোচনায় যুক্তরাষ্ট্র।

নিরাপত্তা ইস্যুতে এবার যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নেয়ার হুমকি দিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বোস্টনের মেয়র মিশেল উর সমালোচনা করেন তিনি। মেয়রকে খারাপ লোক বলেও কড়া মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। মূলত, বোস্টনে এক রাতে সংঘটিত সহিংস ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতারের খবর দেয় স্থানীয় পুলিশ। ঘটনাটিকে কেন্দ্র করে শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সমালোচনা শুরু হয়। এরপরই ম্যাচ সরিয়ে নেয়ার কথা বলেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘বোস্টনে একজন খারাপ মেয়র আছেন। আমি সেখানকার পরিস্থিতি ঠিক করতে পারতাম, যদি তাদের সহযোগিতা থাকতো। এটা যেভাবেই হোক করা হবে। বোস্টনের নিরাপত্তা ব্যবস্থা ভালো না। আমরা চাইলে (বিশ্বকাপের) ম্যাচগুলো সরিয়ে নিতে পারি। আমি বোস্টনের মানুষকে ভালোবাসি, জানি ম্যাচগুলোর টিকিট বিক্রি হয়ে গেছে। কিন্তু সেখানকার মেয়র ভালো না। শহরের কিছু অংশ তারা দখল করে নিচ্ছে। অলিম্পিকের কার্যক্রমও সেখান থেকে সরিয়ে নেয়া হবে। আমার ধারণা ফিফা এটা মানবে।’

এদিকে, ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পর পালটাপালটি মন্তব্য করেছেন ফিফার মুখপাত্র। বিশ্বকাপের জন্য নির্ধারিত ভেন্যুর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সেখানকার সরকারের। তারাই তা নিশ্চিতে কাজ করবে। ফিফা সর্বোচ্চ নিরাপত্তার পক্ষে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আমরা আশা করি আমাদের ১৬টি আয়োজক শহরের প্রত্যেকটি সফলভাবে ম্যাচ আয়োজনের জন্য প্রয়োজনীয় সব শর্ত পূরণে প্রস্তুত থাকবে। বিশ্বব্যাপী ফিফার সব আসরেই নিরাপত্তা ও সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। নিরাপত্তা নিশ্চিতে কি করা দরকার সেটা সরকার বুঝবে।

যুক্তরাষ্ট্রের বোস্টনে সাতটি ম্যাচ সান ফ্রান্সিসকো ও সিয়াটল ছয়টি করে ম্যাচ আয়োজন হওয়ার কথা। লস অ্যাঞ্জেলেসে হবে আটটি ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৫:৫১:০০   ২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


মেসির সতীর্থের গোলে ১৮ বছর পর ফাইনালে আর্জেন্টিনা
বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের ইঙ্গিত দিলেন ট্রাম্প
স্পেনকে ছাড়িয়ে টানা জয়ের বিশ্বরেকর্ড গড়ল মরক্কো
রোনালদোর ইতিহাস, শেষের গোলে অপেক্ষা বাড়ল পর্তুগালের
ইউরোপ থেকে সবার আগে বিশ্বকাপে ইংল্যান্ড
ইসরাইলের বিপক্ষে ইতালির সহজ জয়
বাংলাদেশকে ২৯৪ রানের টার্গেট দিল আফগানিস্তান
আশা জাগিয়েও হতাশার ড্র বাংলাদেশের
প্রবল শক্তি নিয়ে ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা
১৩ কোটি টাকার দুই টার্ফ উদ্বোধন, ফিফা সেন্টার নিয়ে উপদেষ্টার আশ্বাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ