শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

মেহেরপুর সীমান্তে ১৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

প্রথম পাতা » খুলনা » মেহেরপুর সীমান্তে ১৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫



মেহেরপুর সীমান্তে ১৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে চার শিশুসহ ১৪ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার সকালে কাথুলী সীমান্তের ১৩৩/৩ এস পিলার এলাকার কাছে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভারতের আসাম রাজ্যের তেইমপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অনুজ কুমারের নেতৃত্বে বিএসএফ সদস্যরা দুই পরিবারের মোট ১৪ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেন। তাদের মধ্যে ছয়জন পুরুষ, চারজন নারী ও চারজন শিশু রয়েছেন।

ফেরত আসা ব্যক্তিদের বাড়ি ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকায়। তারা দালালের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন বলে জানান বিজিবি কর্মকর্তারা।

ফেরত আসা হানিফুর রহমান জানান, “তিন বছর আগে জীবিকার তাগিদে পানি পথ দিয়ে দালালের মাধ্যমে ভারতে গিয়েছিলাম। আসামের হরিয়ানায় পাপোষ তৈরির কারখানায় কাজ করতাম। গত মাসের ২১ তারিখে ভারতীয় পুলিশ আমাদের আটক করে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।”

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল জানান, আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৭:৩৯:৪৮   ১৩ বার পঠিত