দল যাকে মনোনয়ন দেবে, সবাই মিলে তাকে জয়যুক্ত করবো: মাসুদুজ্জামান

প্রথম পাতা » ছবি গ্যালারী » দল যাকে মনোনয়ন দেবে, সবাই মিলে তাকে জয়যুক্ত করবো: মাসুদুজ্জামান
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫



দল যাকে মনোনয়ন দেবে, সবাই মিলে তাকে জয়যুক্ত করবো: মাসুদুজ্জামান

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, “আমাদের তারুণ্যের অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনায় জাতীয়তাবাদী দলের যে ৩১ দফা রাষ্ট্র কাঠামোর ভেতর থেকেই আগামীর স্বপ্ন দেখি, তা বাস্তবসম্মত ও জনগণকেন্দ্রিক। আজকে এক বছর আগে যখন সংস্কার নিয়ে আলোচনা হয়েছিল, আমরা ২০২৩-২৪ সনে রাষ্ট্র কাঠামো নিয়ে যে ৩১ দফা দিয়েছিলাম, তার ৯৮ শতাংশই আমাদের দাবি ছিল। এটা আমাদের এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বপ্ন।”

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে কিল্লারপুল এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রীয় কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের দাবিতে মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত যুবসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “বিএনপি বড় দল। তাই প্রত্যেক শহর ও আসনে তিন-চারজন করে মনোনয়নপ্রত্যাশী আছেন। সবাই তাদের যোগ্যতা অনুযায়ী প্রত্যাশা করছেন। দলের জন্য তাদের ত্যাগ ও অবদান রয়েছে। আমরা ব্যবসায়ী হিসেবে যদি মনোনয়ন চাই, তাহলে জনগণের মূলধারা থেকে বিচ্ছিন্ন নই। হয়তো আমরা রাজপথে নিয়মিত ছিলাম না, কিন্তু নিজেদের অবস্থান থেকে দলকে সহযোগিতা করেছি। দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই মিলে তাকে জয়যুক্ত করার জন্য কাজ করবো। ব্যক্তিগত মতপার্থক্য থাকতে পারে, তবে হৃদয়ে আমরা সবাই জাতীয়তাবাদী।”

তিনি আরও বলেন, “আমাদের দলকে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভবিষ্যতে বিএনপিকে ক্ষমতায় আনতে আমরা সবাই একসাথে কাজ করবো। এই ১১ নম্বর ওয়ার্ডই আমার জন্মভূমি। এখান থেকেই যুবদলের সভাপতি হয়ে সংগঠনের যাত্রা শুরু করি। দল আমাকে মনোনয়ন দিক বা না দিক, আমি সবসময় জাতীয়তাবাদী দলের পাশে ছিলাম এবং থাকবো ইনশাল্লাহ। এই নারায়ণগঞ্জের মাটি ও মানুষ আমাদেরই অংশ। তারেক রহমানের নির্দেশনায় আমরা আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি—নারী, শিশু ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় একটি সুন্দর সমাজ গড়ে তুলবো।”

সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব সাহেদ আহমেদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন—কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি গোলাম মোস্তাফা সাগর, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূর এলাহী সোহাগ, মো. রুহুল আমিন, সাজ্জাদ হোসেন কমল, শেখ মোহাম্মদ অপু, শাকিল মিয়া, সাইফুল আলম সজিব, সদস্য রাফি উদ্দিন রিয়াদ, আশিকুর রহমান অনি, সাইফুল ইসলাম আপন প্রমুখ।

সমাবেশ শেষে মাসুদুজ্জামান মাসুদের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা খানপুর এলাকায় ৩১ দফার লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষের পক্ষে প্রচারণা চালান।

বাংলাদেশ সময়: ২৩:২৩:০০   ৩৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শাহজালাল বিমানবন্দরে রপ্তানি কার্গো থেকে ১ হাজার ৯০০ ইয়াবা উদ্ধার
হবিগঞ্জ গ্যাসফিল্ডের ৫ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু
ভিন্নধর্মী সাজে চমক দেখালেন সানি লিওন
আমরা শুধু অসিলা, নেতৃত্ব নির্ধারণ হয় আসমানে : হাসনাত
২০ বছর আগে কেন জামায়াতে যোগ দিয়েছিলেন, জানালেন কৃষ্ণ নন্দী
বন্দরে অবৈধভাবে জাতীয় পরিচয়পত্র করতে গিয়ে আটক ২০
চশমা প্রতীকে নির্বাচন করবে ৮ দলের শরিক দল জাগপা
কদম-রসুল সেতুর টেস্ট পাইলিং কাজের উদ্বোধন
অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান দেড় লক্ষ টাকা জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ