![]()
ফরিদপুরে আনুমানিক ৬ লাখ টাকা মূল্যমানের ২০ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলেন—বাত্ত্যা চাকমা, দক্কা চাকমা, সপ্না দেবী চাকমা, ও বাদী চাকমা।
শনিবার র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানার মুন্সিবাজার এলাকার নিউ চুইঝাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ‘বিএম লাইন’ পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-৫২৭২) একটি যাত্রীবাহী বাস থেকে ২০ কেজি গাঁজাসহ চারজনকে আটক করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা সীমান্তবর্তী অঞ্চল থেকে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিল।
উদ্ধারকৃত মাদকসহ তাদের বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:৩৯:৪৫ ৫৫ বার পঠিত