রোমাঞ্চকর জয়ে রিয়ালকে হটিয়ে শীর্ষে ফিরল বার্সেলোনা

প্রথম পাতা » খেলাধুলা » রোমাঞ্চকর জয়ে রিয়ালকে হটিয়ে শীর্ষে ফিরল বার্সেলোনা
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫



রোমাঞ্চকর জয়ে রিয়ালকে হটিয়ে শীর্ষে ফিরল বার্সেলোনা

আন্তর্জাতিক বিরতির আগে সেভিয়ার বিপক্ষে বিধ্বস্ত হওয়ার পর আবারও হোঁচট খাওয়ার পথে ছিল বার্সেলোনা। তবে কাতালান ক্লাবটির ত্রাতা হিসেবে হাজির হন রোনাল্ড আরাউহো। ড্রয়ে গড়ানো ম্যাচে নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের তিন মিনিটে গোল করে জার্সি খুলে ছুটতে থাকেন বার্সা ডিফেন্ডার। তাঁর এই গোলেই যে পয়েন্ট টেবিলে রাজত্ব ফিরে পেয়েছে হ্যান্সি ফ্লিকের দল।

লা লিগায় আজ জিরোনার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে রুদ্ধশ্বাস এক জয়ই পেয়েছে বার্সেলোনা। পেদ্রির গোলের পর আরাউহোর গোলে জিরোনাকে ২-১ ব্যবধানে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। জিরোনার হয়ে গোল করেন এক্সেল উইটসেল।

দুর্দান্ত এই জয়ে রিয়াল মাদ্রিদকে হটিয়ে আপাতত পয়েন্ট টেবিলের এক নম্বরে উঠে এল বার্সেলোনা। ৯ ম্যাচে ৭ জয়, এক ড্র ও এক হারে লামিনে ইয়ামালদের সংগ্রহ ২২ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে জাবি আলোনসোর রিয়াল। আর চলতি মৌসুমে লিগে মাত্র একটি জয় পাওয়া জিরোনা ৬ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলে আছে।

ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে বার্সার আক্রমণের ঢেউ ভালোভাবেই সামাল দিয়েছে জিরোনা। পুরো ম্যাচে ইয়ামাল-মার্কাস রাশফোর্ডরা ৬৮ শতাংশ বল দখলে রেখে ২৭টি শট নেয়, যার মধ্যে লক্ষ্যে ছিল ৯টি। বিপরীতে ১১টি শট নিয়ে চারটি লক্ষ্যে সফরকারী দল জিরোনা।

১৩ মিনিটে পেদ্রির দৃষ্টিনন্দন এক গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ডান দিক থেকে ইয়ামালের পাস বক্সে পান তিনি। পাশে থাকা প্রতিপক্ষের এক খেলোয়াড়ের বাধা এড়িয়ে জায়গা বানিয়ে কয়েকজনের মাঝ দিয়ে নিচু শটে ঠিকানা খুঁজে নেন স্প্যানিশ মিডফিল্ডার।

অবশ্য এগিয়ে যাওয়ার আনন্দ খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি বার্সা। মিনিট সাতেক পরই সমতায় ফিরে জিরোনা। প্রতিপক্ষের কর্নার ঠিকমতো ক্লিয়ার করতে ব্যর্থ হয় বার্সেলোনার খেলোয়াড়রা। সতীর্থের হেড পাসে ওভারহেড কিকে গোলটি করেন বেলজিয়ান মিডফিল্ডার উইটসেল।

পরের চার মিনিটে আরও দুটি আক্রমণে বার্সার রক্ষণের বড় পরীক্ষা নেয় জিরোনা। তবে দারুণ দুটি সেভ করে দলকে রক্ষা করেন মূল গোলকিপার জোয়ান গার্সিয়ার বিকল্প ভয়চেক সেজনি।

বিরতির আগে এগিয়ে যাওয়ার দুটি পরিষ্কার সুযোগ পায় জিরোনা। কিন্তু দুবারই গোলরক্ষককে একা পেয়ে বাইরে শট করেন ব্রায়ান হিল ও উইটসেল। সুযোগ এসেছিল বার্সারও। তবে শেষ পর্যন্ত ১-১ ব্যবধানে সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে আক্রমণের বেগ বাড়ায় বার্সা। ফার্মিন লোপেসের দুটি শট ঠেকান গোলরক্ষক, তার আরেকটি শট লাগে পোস্টে। ইয়ামালের একটি প্রচেষ্টাও ফিরিয়ে দেন সফরকারী দলের গোলরক্ষক।

৬১তম মিনিটে জিরোনার জালে বল পাঠিয়েও কাজ হয়নি বার্সার। পাউ কুবার্সির সেই গোল বাতিল হয়ে যায় এরিক গার্সিয়া প্রতিপক্ষের একজনকে ফাউল করায়। জয়সূচক গোল পেতে চেষ্টার কোনো কমতি রাখেনি বার্সা।

শেষ বাঁশি বাজার এক মিনিট বাকি থাকতে আসে সেই মাহেন্দ্রক্ষণ। বক্সের ডান দিক থেকে ফ্রেংকি ডি ইংয়ের কাট-ব্যাক ছুটে গিয়ে স্লাইডে বল জিরোনার জালে পাঠিলে ভোঁ দৌড় দেন আরাউহো। তাঁর পেছনে ছুটতে থাকে আনন্দে আত্মহারা সতীর্থরা।

এর আগে যোগ করা সময় নিয়ে আপত্তি তুলে লাল কার্ড দেখেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। তবে এমন রোমাঞ্চকর জয়ের পর আর তা নিয়ে মন খারাপ করার কথা নয় বার্সা কোচের।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:৪৯   ২৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র শুক্রবার, উত্তেজনায় ভাসছে ফুটবল বিশ্ব
শেষের গোলে হেরে ইউরোপের ফুটবলের স্বাদ নিল মেয়েরা
বিশ্ব রেকর্ডগড়া তামিমের ফিফটি, সিরিজ জয় বাংলাদেশের
মোস্তাফিজ-রিশাদের তোপে অল্পে গুটিয়ে গেল আয়ারল্যান্ড
১০ জনের চেলসিকেও হারাতে পারল না আর্সেনাল
হোঁচট খেলো রিয়াল মাদ্রিদ, শীর্ষস্থান দখলের সুযোগ হাতছাড়া
আমিরুলের হ্যাটট্রিকে কোরিয়াকে রুখে দিল যুবারা
নিলাম শেষে কেমন হলো বিপিএলের দলগুলো
শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের শিরোপা জয়
আলাভেসকে হারিয়ে টেবিলের শীর্ষে উঠল বার্সেলোনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ