ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
সোমবার, ২০ অক্টোবর ২০২৫



---

আজ ২০ অক্টোবর ২০২৫, সোমবার। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

৪৮০ - এথেন্স পোতাশ্রয়ের নিকটবর্তী সাগরে মালমিসের যুদ্ধ শুরু হয়।

১৮১৮ - ব্রিটেন ও আমেরিকার মধ্যে সম্পাদিত এক চুক্তি বলে ৪৯ ডিগ্রি অক্ষরেখাকে আমেরিকা ও কানাডার সীমানা হিসাবে নির্ধারণ করা হয়।

১৮২৭ - ভূমধ্যসাগরের উত্তরাঞ্চলীয় নভারুন নামক উপসাগরে ব্রিটেন, রাশিয়া ও ফ্রান্সের সঙ্গে ওসমানীয় খেলাফতের মধ্যে সমুদ্রযুদ্ধ সংঘটিত হয়।

১৮৫৪ - অবিভক্ত বাংলায় প্রথম ডাকটিকিট বিক্রি শুরু হয়। ডাকটিকিটের চিত্রশিল্পী ছিলেন নুমারউদ্দীন।

১৯২২ - ইতালিতে বেনিতো মুসোলিনি ক্ষমতা দখল করেন।

১৯৪৪ - গুয়াতেমালায় গণ-অভ্যুত্থানে প্রতিক্রিয়াশীল একনায়কতন্ত্রের অবসান ঘটে। সোভিয়েত ইউনিয়নের বাহিনীর সাহায্যে যুগোশ্লাভিয়ার বাহিনী বেলগ্রেড মুক্ত করে।

১৯৪৫ - দ্বিতীয় বিশ্ব যুদ্ধ শেষের পর মধ্যপ্রাচ্য অঞ্চলে বার বার অভ্যন্তরীণ সংঘর্ষ ঘটে। পুণ্যভূমির জন্য সংগ্রাম চালানোর সঙ্গে সঙ্গে আরব দেশগুলো একীকরণ করতে চায়। মিশর, সিরিয়া, ইরাক, লেবানন নিয়ে আরব লীগ গঠন করা হয়।

১৯৬২ - নতুন করে ভারত-চীন সংঘর্ষের সূত্রপাত হয়।

১৯৬৩ - যুক্তরাষ্ট্র কিউবায় পণ্য রফতানি নিষিদ্ধ করে।

১৯৬৪ - আফগানিস্তানের পার্লামেন্ট নতুন সংবিধান অনুমোদন করে।

১৯৭০ - সোভিয়েত রকেট লুনা-১৬ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে।

১৯৭১ - ভারত-যুগোস্লাভিয়ার যুক্ত ইশতেহারে রাজনৈতিক সমাধানের ওপর জোর দেয়া হয়। প্রেসিডেন্ট টিটো উপমহাদেশে শান্তি ও স্থিতিশীলতার জন্য শেখ মুজিবের মুক্তির ওপর গুরুত্ব আরোপ করেন।

১৯৯১ - ভয়াবহ ভূমিকম্পে ভারতের উত্তর প্রদেশের তিনটি জেলায় সহস্রাধিক লোকের প্রাণহানি ঘটে।

১৯৯২ - আহসান মঞ্জিল জাদুঘর উদ্বোধন করা হয়।

১৯৯৬ - ভারতের অন্ধ্রপ্রদেশে বন্যায় ৩০০ গ্রাম ডুবে যায় ও ২০০ জন মারা যায়।

২০০৫ - বাংলাদেশের জগন্নাথ কলেজ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় রূপে পরিগণিত হয়।

জন্ম

১৭৮৬ - উইলিয়াম কেরির ছেলে ও বাংলা ভাষায় বিজ্ঞানবিষয়ক রচনার পথিকৃৎ এবং এনসাইকোপিডিয়া ব্রিটানিকার পঞ্চম সংস্করণের বঙ্গানুবাদক ফেলিক্স কেরি।

১৮২২ - লেখক টমাস হিউজ।

১৮৫৯ - যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি, বাঙালি পণ্ডিত ও বাঙলা শব্দকোষ প্রণেতা। দার্শনিক ও শিক্ষাতাত্ত্বিক জন ডিউয়ি।

১৮৭১ - অতুলপ্রসাদ সেন, বাঙালি কবি, গীতিকার এবং গায়ক।

১৮৯১ - জেমস চ্যাডউইক, ব্রিটিশ পদার্থবিজ্ঞানী ও নিউট্রনের আবিষ্কারক।

১৯০৭ - ইংরেজ লেখক ও সমালোচক ক্রিস্টোফার কডওয়েল।

১৯১৪ - ভূপেশ গুপ্ত, বাঙালি, কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা এবং বিশিষ্ট সাংসদ।

১৯২০ - সিদ্ধার্থশঙ্কর রায়, প্রখ্যাত ব্যারিস্টার, ভারতের জাতীয় কংগ্রেসের সদস্য, কেন্দ্রীয় মন্ত্রী, পাঞ্জাবের রাজ্যপাল ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী। অখিলবন্ধু ঘোষ, বিখ্যাত বাঙালি সঙ্গীতশিল্পী।

১৯৩৯ - ওমর আলী, বাংলাদেশি রোম্যান্টিক কবি।

১৯৬৭ - মনিকা আলী, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেখক ও ঔপন্যাসিক।

২০০০ - আশফাকুল হক (আশফাক) বাংলাদেশি কবি।

মৃত্যু

৯০৯ - ইসলামি ফেকাহ শাস্ত্রবিদ মোহাম্মদ ইবনে দাউদ জাহেরি।

১৮৫৪ - ফরাসি কবি জ্যাঁ আর্তুর র‌্যাবো।

১৮৯০ - পর্যটক ও লেখক স্যার রিচার্ড বার্টন।

১৯৬১ - বিরজাশঙ্কর গুহ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় নৃবিজ্ঞানী।

১৯৬৪ - হার্বার্ট হুভার, যুক্তরাষ্ট্রের ৩১তম রাষ্ট্রপতি।

১৯৮৯ - স্যার জন অ্যান্থনি কোয়েল, ইংরেজ অভিনেতা ও মঞ্চ নির্দেশক।

১৯৯২ - চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক কাজী জহির।

১৯৯৪ - কমিউনিস্ট নেতা বারীন দত্ত।

২০১২ - অলি আহাদ, ভাষাসৈনিক।

বাংলাদেশ সময়: ১২:৫৭:৩৯   ১০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
যারা দাঁড়িপাল্লায় ভোট চাচ্ছে তারা স্বাধীনতার বিরোধিতা করেছিল: ফখরুল
অস্ত্র ও গুলিসহ সোনারগাঁয়ের বিএনপি নেতা ডন বজলু গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ১
মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস
আমার সাথে হাংকি-পাংকি করবেন না, আপনার হাফপ্যান্ট খুলে যাবে: নাসীরুদ্দীন
জনগণের ম্যান্ডেট নিয়েই বিএনপি রাষ্ট্র পরিচালনা করে : ড. মঈন খান
ফের ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’, জামায়াত জোটে যুক্ত হলো আরও একটি দল
অভিন্ন ভবিষ্যতের জন্য ভারত-বাংলাদেশের সম্পর্ক গুরুত্বপূর্ণ : প্রণয় ভার্মা
কোকোর কবর জিয়ারত করেছেন তারেক রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ