
বিশ্বকাপে শ্রীলঙ্কাকে নাগালে রেখেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। শারমিন সুপ্তা ও নিগার সুলতানা জ্যোতির ব্যাটে জয়ের পথেও ছিল। কিন্তু সুপ্তার ইনজুরি এবং শেষ দিকে পরপর উইকেট হারিয়ে ৭ রানের হারে হৃদয় ভেঙেছে মেয়েদের। এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে বিশ্বকাপ থেকে গ্রুপ পর্বে বিদায় লেখা হয়ে গেছে।
সোমবার মুম্বাইয়ের ডক্টর ডিওয়াই স্পোর্টস একাডেমিতে শুরুতে ব্যাট করতে নেমে আট বল থাকতে ২০২ রানে অলআউট হয় শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। ইনিংসের প্রথম বলে উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেট জুটিতে ৭২ রান যোগ করে তারা। জমে যাওয়া ওই জুটি ভেঙে ব্রেক থ্রু দেন স্পিনার রাবেয়া খান। তিনি ঝড়ো ব্যাটিংয়ে ৪৩ বলে ৪৬ রান করা লঙ্কান অধিনায়ক আতাপাথুকে সাজঘরে পাথান।
সেখান থেকে ১০০ রানে ৪ উইকেট হয়ে যায় শ্রীলঙ্কা। চারে নামা হার্শিতা সামারাবিক্রমা (৪) রান আউট হন। কাভিসা দিলহারাকে (৪) আউট করেন নাহিদা আক্তার। ষষ্ঠ উইকেটে আবার ৭৪ রান যোগ করে বড় সংগ্রহের পথে হাঁটছিল শ্রীলঙ্কা। তবে ছয়ে নামা নিলাক্ষ্মী ৩৮ বলে ৩৭ রান করে ফিরতেই বাধ ভাঙে তাদের। ওপেনার হাসিনি পেরেরা ৯৯ বলে ৮৫ রান করে আউট হন। তিনি ১৩টি চারের সঙ্গে একটি ছক্কা মারেন।
জবাব দিতে নেমে ৪৪ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। ব্যর্থ হয়ে ফিরে যান দুই ওপেনার রাবেয়া হায়দার (০) ও ফারহানা হক। রান পাননি চারে নামা সোবহানা মুস্তারিও (৮)। তবে তিনে নামা সুপ্তা ও পাঁচে নামা জ্যোতি ১৩২ রানের জুটি গড়ে ম্যাচ সহজ করে ফেলেন।
কিন্তু সুপ্তা ৬৪ রান করে ঊরুর মাংসপেশির ইনজুরি নিয়ে কান্না ভেজা চোখে মাঠ ছাড়লে কিছুটা বিপদে পড়ে বাংলাদেশ। যদিও স্বর্ণা ও জ্যোতি দলকে জয়ের পথে এগিয়ে নিচ্ছিলেন। কিন্তু স্বর্ণা ২৭ বলে ১৯ রান করে ফিরলে চাপ অনুভূত হওয়া শুরু হয়।
শেষ ৩ ওভারে ২১ রান দরকার ছিল বাংলাদেশের। ৪৮তম ওভারে ৯ রান তুলে নেয় বাংলাদেশ। কিন্তু ৪৯তম ওভারে ৩ রান নিয়ে ঋতু মনিকে হারায় বাংলাদেশ। ওই ওভারে একটির বেশি বল খেলতে পারেনি বাংলাদেশ। শেষ ওভারে জিততে ৯ দরকার ছিল বাংলাদেশের। কিন্তু প্রথম চার বলেই উইকেট হারিয়ে ম্যাচ হেরে যায়। তৃতীয় বলে স্ট্রাইকারে গিয়ে বড় শট খেলতে গিয়ে জ্যোতি ক্যাচ দেন। তিনি ৯৮ বলে ৭৭ রান করেন।
বাংলাদেশের হয়ে স্পিনার স্বর্ণা আক্তার ১০ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট নেন। রাবেয়া ৯ ওভারে ২৯ রান দিয়ে নেন ২ উইকেট। মারুফা, নিশিতা ও নাহিদা একটি করে উইকেট নেন। দলটির দুই ব্যাটার রান আউটে কাটা পড়েন। শেষ ওভারে ৪ উইকেট নেওয়া চামারি আতাপাথু ১০ ওভারে ৪২ রান দেন। সুগন্ধিকা কুমারি নেন ২ উইকেট। ভারতের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ২৩:৩৭:১১ ২৩ বার পঠিত