আসন্ন সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে আইআরআই’র আশাবাদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » আসন্ন সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে আইআরআই’র আশাবাদ
বুধবার, ২২ অক্টোবর ২০২৫



আসন্ন সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে আইআরআই’র আশাবাদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইআরআই-এর পক্ষে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)।

আইআরআই’র আট সদস্যের একটি প্রতিনিধিদল আজ বুধবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে এ আশাবাদ ব্যক্ত করেন বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন।

ইসির সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, সাক্ষাৎকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে আলোচনা হয়। তারা নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন।

আট সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আইআরআই বোর্ড অব ডিরেক্টর্সের সদস্য ক্রিস্টোফার জে. ফুসনার। প্রতিনিধি দলে আরও ছিলেন- ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রাম (সিএনএএস)-এর সিনিয়র ফেলো ও পরিচালক লিসা কার্টিস, আইআরআই’র গণতান্ত্রিক নির্বাচন ও রাজনৈতিক প্রক্রিয়া বিষয়ক টেকনিক্যাল বিশেষজ্ঞ জেসিকা কিগান, প্রতিষ্ঠানটির আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর স্টিভ সিমা, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) প্রোগ্রাম ডিরেক্টর জেমি স্পাইকারম্যান, আইআরআই’র রাজনৈতিক দল এবং প্রচারণা পরামর্শদাতা জন ফ্লুহার্টি, আইআরআই’র পরামর্শদাতা ডারিন বিয়েলেকি ও আইআরআই’র প্রোগ্রাম পরামর্শদাতা অমিতাভ ঘোষ।

এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

বৈঠকের বিষয়ে আইআরআই’র রাজনৈতিক দল এবং প্রচারণা পরামর্শদাতা জন ফ্লুহার্টি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে কথা বলার জন্য কখনোই খারাপ দিন আসে না। বাংলাদেশ নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। কমিশনের সঙ্গে এটি একটি ফলপ্রসু আলোচনা ছিল। মিশন শেষে শিগগিরই এর ওপর একটি প্রতিবেদন প্রকাশ করা হবে।

এ বিষয়ে ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি নির্বাচন পর্যবেক্ষণের অগ্রবর্তী দল আজ বিকেলে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহর সঙ্গে নির্বাচন ভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে আলোচনা হয়। প্রতিনিধিদলটি নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইআরআই’র পক্ষে পর্যবেক্ষক প্রেরণের আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২০:৫৮:৫৫   ৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন সারজিস
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস মাসুদুজ্জামানের
সংস্কার নয়, বিএনপি-জামায়াত শুধু ক্ষমতা নিয়ে ব্যস্ত: আখতার হোসেন
সময় নষ্ট না করে মাঠে নামুন : তারেক রহমান
টাঙ্গাইল শাড়ি পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি
বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে ‘ইউরোফাইটার টাইফুন’ যুদ্ধবিমান
বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্ব দরবারে উপস্থাপন করতে সংশ্লিষ্ট সকলকে কাজ করতে হবে - তথ্য উপদেষ্টা
‘মাথাল’ মার্কা গণমানুষের নিরাপদ আশ্রয় হিসেবে কাজ করবে: অঞ্জন দাস
অদম্য নারী সম্মাননা পেলেন লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ