
চ্যাম্পিয়ন্স লিগে আগের রাতে প্রতিপক্ষকে নিয়ে ছেলেখেলা করেছিলো বার্সেলোনা, পিএসভি, পিএসজি ,ইন্টার মিলান, বরুশিয়া ডর্টমুন্ড ও আর্সেনাল। আজ ওই একই রকম কাজ করলো চেলসি, লিভারপুল ও বায়ার্ন মিউনিখ। পিএসজির মতো কেউ ৭ গোল করতে না পারলেও এই তিন ক্লাবের সবাই বড় ব্যবধানে জিতেছে।
টানা চার ম্যাচ হারা লিভারপুল আজ এইনট্রাঙ্ক ফ্রাঙ্কফুর্টের মাঠে শুরুতে পিছিয়ে পড়েছিলো। স্বাগতিকদের এগিয়ে দেন রাসমুস ক্রিস্টেনসেন। এখান থেকে লিভারপুল সমতায় ফিরে এগিয়ে তো যায়ই, পায় ৫-১ গোলের বড় জয়।
হুগো একিতিকের গোলে সমতায় ফেরা আর্না স্লটের শিষ্যরা দলপতি ভারজিল ফন ডাইকের গোলে লিড নিয়ে প্রথমার্ধেই ৩-১ ব্যবধানে এগিয়ে যায়। ৩৯ মিনিটে ডাইকের গোলের ৫ মিনিট পর গোল করেন ইব্রাহিমা কোনাতে। দ্বিতীয়ার্ধে কোডি গ্যাকপো ও ডমিনিক সবসলাইয়ের গোল তাদের বড় জয় নিশ্চিত করে।
আয়াক্সের বিপক্ষে স্টামফোর্ড ব্রিজে ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন চেলসির জয়টাও একই ব্যবধানে। মার্ক গুই ও মইজেস কাইসেডোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়া দলটি প্রথমার্ধে আরও দুবার জালের দেখা পায়। বিপরীতে উইগর্স্ট ৩৩ মিনিটে পেনাল্টি থেকে একটি গোল করেন। চেলসি দ্বিতীয়ার্ধে করে আরও এক গোল।
আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন মিউনিখ ক্লাব ব্রুগকে হারিয়েছে ৪-০ ব্যবধানে। লেনার্ত কার্ল, হ্যারি কেন, লুইস দিয়াজ ও নিকোলাস জ্যাকসন একটি করে গোল পান। স্পোর্টিং সিপি মার্শেইয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে। গোলশূন্য ড্র হয়েছে মোনাকো-টটেনহ্যাম ও আটালান্টা-স্লাভিয়া প্রাহা ম্যাচ দুটি।
বাংলাদেশ সময়: ১৭:২৩:৩৩ ৩০ বার পঠিত