শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

বিজিবির অভিযানে কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

প্রথম পাতা » চট্টগ্রাম » বিজিবির অভিযানে কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫



বিজিবির অভিযানে কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক বিশেষ সাঁড়াশি অভিযানে ০১ কোটি ০৬ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার দায়িত্বপূর্ণ এলাকার ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা এবং কুমিল্লা জেলার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রায় ৫১ লাখ ২২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় উন্নতমানের শাড়ী এবং ৫৫ লাখ ১৩ হাজার ৫০০ টাকা মূল্যের একটি পিকআপভর্তি ভারতীয় খাদ্যসামগ্রীসহ মোট ০১ কোটি ০৬ লাখ ৩৬ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সবসময় সীমান্তের নিরাপত্তা ও জনগণের আস্থার প্রতীক হয়ে কাজ করছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে অবৈধ চোরাচালান প্রতিরোধ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:৪০:০৪   ৮৯ বার পঠিত