শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

লন্ডন সম্মেলনে ইউক্রেনকে আরো ক্ষেপণাস্ত্রের দেয়ার আহ্বান জানাবে যুক্তরাজ্য

প্রথম পাতা » আন্তর্জাতিক » লন্ডন সম্মেলনে ইউক্রেনকে আরো ক্ষেপণাস্ত্রের দেয়ার আহ্বান জানাবে যুক্তরাজ্য
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫



লন্ডন সম্মেলনে ইউক্রেনকে আরো ক্ষেপণাস্ত্রের দেয়ার আহ্বান জানাবে যুক্তরাজ্য

লন্ডনে শুক্রবার অনুষ্ঠিতব্য শীর্ষ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইউরোপীয় নেতাদের কিয়েভে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ বাড়ানোর আহ্বান জানাবেন। এই সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যোগ দেবেন আশা করা হচ্ছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

তথাকথিত ‘ইচ্ছুকদের জোট’-এর বৈঠকের আগে এক বিবৃতিতে স্টারমারের কার্যালয় জানিয়েছে, ‘এই সপ্তাহের সাফল্যের ওপর ভিত্তি করে ইউক্রেন যাতে আরো শক্তিশালী হতে পারে তা নিশ্চিত করার জন্য স্টারমার মিত্রদের প্রতি দীর্ঘমেয়াদী সক্ষমতা প্রদানের আহ্বান জানাবেন বলে আশা করা হচ্ছে।’

ন্যাটো মহাসচিব মার্ক রুট, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এবং নেদারল্যান্ডসের ডিক স্কুফও লন্ডনে শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ অন্যান্য নেতারা ভার্চুয়ালি যোগ দেবেন।

বুধবার ব্রাসেলস শীর্ষ সম্মেলনে জেলেনস্কি ইউরোপীয় নেতাদের রাশিয়ার হিমায়িত সম্পদ ব্যবহার করে নতুন ঋণের জন্য সম্মত হওয়ার আহ্বান জানানোর একদিন পরই এটি এলো।

ইউক্রেনের যুদ্ধ চতুর্থ শীতে প্রবেশের সাথে সাথে কিয়েভের পশ্চিমা মিত্ররা এই সপ্তাহে রাশিয়ার ওপর চাপ বাড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার তেলের ওপর কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে।

ইউরোপীয় ইউনিয়ন বৃহস্পতিবার একটি নতুন নিষেধাজ্ঞা প্যাকেজে ২০২৬ সালের শেষ নাগাদ রাশিয়ার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে।

প্রতিরক্ষা সরবরাহ বাড়ানোর জন্য তার আহ্বান এমন এক সময় এলো যখন জেলেনস্কি সম্প্রতি ওয়াশিংটন সফরের সময় দূরপাল্লার টমাহকস নিশ্চিত করতে ব্যর্থ হন। যদিও তিনি একাধিকবার ইউক্রেনের কাছে রাশিয়ার ভূখণ্ডের গভীরে লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য ক্ষেপণাস্ত্রের দাবি জানিয়েছেন।

যুক্তরাজ্য এবং ফ্রান্স ইতোমধ্যেই ইউক্রেনকে স্টর্ম শ্যাডো এবং স্কাল্প দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে এবং ইউক্রেন নিজস্ব ফ্লেমিঙ্গো এবং নেপচুন স্ট্রাইক ড্রোনও তৈরি করছে।

কিয়েভ জার্মান সমতুল্য টরাস ক্ষেপণাস্ত্র পেতে বিশেষভাবে আগ্রহী, যা রাশিয়ার সাথে উত্তেজনা আরো বৃদ্ধি পাবে এই আশঙ্কায় বার্লিন দীর্ঘদিন ধরে প্রতিরোধ করে আসছে।

স্টারমার বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির একটি কর্মসূচির ‘ত্বরান্বিতকরণ’ ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। যার লক্ষ্য ইউক্রেনকে ৫ হাজার টিরও বেশি এই ধরনের অস্ত্র সরবরাহ করা।

বিবৃতি অনুসারে জানা গেছে, এই শীতে ইউক্রেনে প্রায় ১৪০টি ‘হালকা-মাল্টিরোল ক্ষেপণাস্ত্র’ সরবরাহ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:২৯:৩৮   ৪২ বার পঠিত