
দেশের জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থায় চিকিৎসক সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে ৪৮তম (বিশেষ) বিসিএসের মাধ্যমে ৩ হাজার ৬ জন সহকারী সার্জন এবং ২৮০ জন সহকারী ডেন্টাল সার্জনসহ সর্বমোট ৩ হাজার ২৮৬ জন চিকিৎসক সুপারিশপ্রাপ্ত হয়েছেন। ইতিমধ্যে তাদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। পুলিশ ভেরিফিকেশন শেষে শিগগিরই প্রজ্ঞাপন জারি করে তাদের নিয়োগ দেওয়া হবে।
উল্লেখ্য, ৪৪তম, ৪৫তম, ৪৬তম এবং ৪৭তম বিসিএস অর্থাৎ ৪টি নিয়মিত বিসিএস পরীক্ষার কার্যক্রম চলমান থাকা অবস্থায় প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রদানের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর কার্যক্রম শুরু করে এবং মাত্র ৫ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পথে, বিসিএসের ইতিহাসে যা হবে দ্রুততম।
প্রথমে মোট ৩ হাজার পদের জন্য সুপারিশ করার অনুরোধ করা হলেও পরবর্তীতে আরো ৫০০ পদ বাড়ানোর জন্য চাহিদা দেওয়া হয়।
আজ বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে বর্তমানে সহকারী সার্জনের শূন্য পদ ৪ হাজার ৮৩৭টি এবং সহকারী ডেন্টাল সার্জনের শূন্য পদ ১৫০টি।
বর্তমানে চলমান বিসিএসগুলোতে ৪ হাজার ৫২৩ জন চিকিৎসক নিয়োগ প্রক্রিয়াধীন। ৪৮তম (বিশেষ) বিসিএস পরীক্ষার মাধ্যমে সুপারিশপ্রাপ্ত এবং চলমান অন্যান্য বিসিএসের চিকিৎসকরা যোগদান করলে আর কোনো শূন্য পদ থাকবে না।
মাঠে অধিকসংখ্যক চিকিৎসক পদায়ন নিশ্চিত করতে আরো পদ সৃজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৪৮তম বিসিএস পরীক্ষায় প্রায় ৪১ হাজার চিকিৎসক অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে যারা নির্বাচিত হতে পারেনি তারা এখনো চাকরির জন্য অপেক্ষমাণ। তাদের সঙ্গে গত কয়েক মাসে যোগ হয়েছে আরো প্রায় ৫ হাজার চিকিৎসক।
অপেক্ষমাণ এবং নতুন পাস করা প্রায় ৪৩ হাজার চিকিৎসকদের সরকারি চাকরির সুযোগ অবারিত রাখা ও ন্যায়বিচারের স্বার্থে ৪৮তম বিশেষ বিসিএসে আর পদ বাড়ানোর সুযোগ নেই।
বাংলাদেশ সময়: ২৩:৪৮:৩৮ ২১ বার পঠিত