
নারায়ণগঞ্জে রূপগঞ্জে নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা মানিক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কাঞ্চন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মানিক মিয়া আড়াইহাজার থানাধীন প্রভারকরদী এলাকার দায়েন মিয়ার ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, উপজেলার কাঞ্চনে একটি ভাড়াবাড়িতে নিজ মেয়ে ও স্ত্রীকে নিয়ে থাকতেন মানিক।
তার স্ত্রী একটি কারখানায় চাকরি করেন। স্ত্রী যখন নাইট শিফটে কারখানায় কাজে যেত, সেই সুযোগে সে তার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করত। এমনকি বিষয়টি কাউকে বললে সে নিজে আত্মহত্যা করবে বলে ভয় দেখাত।
বিষয়টি পাশের রুমে থাকা অন্য ভাড়াটিয়া জানতে পেরে বাড়ির মালিক ও স্থানীয়দের জানায়।
শুক্রবার রাতে ফের ধর্ষণের চেষ্টা করলে আশপাশের লোকজন এসে তাকে আটক করে গণধোলাই দেয়। পরে সরকারি পরিষেবা ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা অভিযুক্ত মানিককে পুলিশের কাছে সোপর্দ করে।
ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানিক তার মেয়েকে ধর্ষণ করে আসছে বলে স্বীকার করেছে। এ ঘটনায় শনিবার সকালে রূপগঞ্জ থানায় মেয়েটির মা বাদী হয়ে মামলা করেছেন।
পরে গ্রেপ্তার মানিককে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৮:৪৩:৫৫ ২১ বার পঠিত