সমবায় সাম্য ও সমতার ভিত্তিতে দেশ গঠনের গুরুত্বপূর্ণ হাতিয়ার: ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সমবায় সাম্য ও সমতার ভিত্তিতে দেশ গঠনের গুরুত্বপূর্ণ হাতিয়ার: ডিসি
শনিবার, ১ নভেম্বর ২০২৫



সমবায় সাম্য ও সমতার ভিত্তিতে দেশ গঠনের গুরুত্বপূর্ণ হাতিয়ার: ডিসি

সাম্য সমতায় দেশ গড়বে সমবায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় জেলা সার্কিট হাউস প্রাঙ্গণে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালি শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “এক সময় সমবায় ছিল সমাজের আর্থিক দুরবস্থা থেকে মুক্তির সংগ্রামের একটি মাধ্যম। কিন্তু আজকে সমবায় কেবল অর্থনৈতিক উন্নয়ন নয়, বরং সাম্য ও সমতার ভিত্তিতে দেশ গঠনের এক গুরুত্বপূর্ণ হাতিয়ার।”

তিনি আরও বলেন, “বর্তমানে দেশ গঠনের সামনে যেসব চ্যালেঞ্জ—মাদক, সন্ত্রাস ও শিক্ষা—সেগুলো মোকাবেলায় সমবায় ও সমাজের সম্মিলিত শক্তির বিকল্প নেই। আমরা যদি উন্নত বিশ্বের সঙ্গে তুলনা করি, দেখতে পাব আমাদের অবস্থান অনেক দৃঢ়। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে আমাদের সম্পর্কও মজবুত, এবং সেই সম্পর্ক ও সমবায় শক্তির ভিত্তিতে এসব চ্যালেঞ্জ আমরা অতিক্রম করতে পারব বলে বিশ্বাস করি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, বিসিক শিল্প মালিক সমবায় সমিতি ও বিকেএমইএ–এর সভাপতি মোহাম্মদ হাতেম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসাইন, জেলা সমবায় কর্মকর্তা মো. আবু জাফর মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা শিরিন এবং জেলা সমবায় ইউনিয়নের সভাপতি কে এম মাজহারুল ইসলাম জোসেফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮:৪৫:৫৩   ১৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে লড়াইয়ের ঘোষণা রুমিন ফারহানার
হাদি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক : ধর্ম উপদেষ্টা
জাতীয় কবির সমাধির পাশে সমাহিত শহীদ হাদি
নতুন বছরেই মুক্তি পাবে একাত্তরের যুদ্ধের সিনেমা ‘ইক্কিস’
অস্ত্র দেয়া হয়েছে জান-মালের নিরাপত্তা দিতে, চেহারা দেখাতে নয়: প্রশাসনকে হারুন
বিশ্বকাপের আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মুখোমুখি ব্রাজিল, খেলার সূচি প্রকাশ
তারেক রহমান আসছেন মানে গণতন্ত্র ফেরত আসছে : মির্জা আব্বাস
নতুন আরেক মামলায় ইমরান খান ও তার স্ত্রীর ১৭ বছরের কারাদণ্ড
জানাজার আগে জাতির কাছে যে প্রশ্ন রাখলেন হাদির ভাই
যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন সবার বুকে থাকবেন হাদি : প্রধান উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ