![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী শালিমা তালুকদার আরুনী বলেছেন, “আই ডোন্ট কেয়ার, আমি জানি কে আমি, বিএনপিও জানে আমি কে।”
শুক্রবার (১লা নভেম্বর) দুপুরে প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের বাসভবনে আয়োজিত এক কর্মী সমাবেশে তিনি এ কথাগুলো বলেন।
এছাড়াও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।
কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট এ.বি.এম. রেজা ভানু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের সহধর্মিণী মাহমুদা সালাম।
এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আজিজুল কবীর তালুকদার হুমায়ূন, অ্যাডভোকেট এম হাসান, অ্যাডভোকেট বারী, সাবেক আওনা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান তালুকদার বাবু, পৌর বিএনপি’র সাবেক সহ-সভাপতি ফজলুল হক খান, সাতপোয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলাল তরফদার, সাবেক ইউপি সদস্য আব্দুল ওয়াদুদ, সোহরাব আলী, শফিকুল ইসলাম মিলন, সাবেক ইউপি সদস্য ফরিদুল ইসলাম ফরিদ, মজনু মিয়া, মুকুল মিয়া, হীরা, আরিফুর রহমান, জহুরুল ইসলাম, বাবুল মিয়া, শিহাব উদ্দিন, আলতাব হোসেন, রফিকুল ইসলাম রফিক, মাহবুবুল আলম পলাশ, রুবেল মিয়া, ফারুক হোসেন, মমিনুল ইসলাম, সিদ্দিক মিয়া, সাতপোয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছাহের পালোয়ান, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান প্রমুখ।
কর্মী সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি শহীদ। এতে বিএনপির ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১:২৫:৪৩ ৫২ বার পঠিত