রবিবার, ২ নভেম্বর ২০২৫

পঞ্চগড়ে স্বাস্থ্য সহায়তা তহবিলে ১০ লাখ দিল জামায়াত

প্রথম পাতা » ছবি গ্যালারী » পঞ্চগড়ে স্বাস্থ্য সহায়তা তহবিলে ১০ লাখ দিল জামায়াত
রবিবার, ২ নভেম্বর ২০২৫



পঞ্চগড়ে স্বাস্থ্য সহায়তা তহবিলে ১০ লাখ দিল জামায়াত

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে বর্ধিত ১৫০ শয্যার নতুন ভবনে সেবা স্থানান্তরসহ স্বাস্থ্যসেবায় উন্নয়নে গঠিত স্বাস্থ্য সহায়তা তহবিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ১০ লাখ টাকা দেয়া হয়েছে।

রোববার (২ নভেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসকের হাতে চেক তুলে দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম।

এ সময় তিনি স্বাস্থ্যখাতের উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এবং জামায়াত সব সময় পাশে থাকবে বলে আশ্বাস দেন।

মাওলানা আব্দুল হালিম বলেন, ‘গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি না হলে এর কোনো মূল্য নেই। এজন্য জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তির জন্যই আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোটের কথা বলছি। গণভোট এবং নির্বাচন দুটোই হতে হবে। একটি হবে একটি হবে না এটা আমরা মানবো না।‘

তিনি আরও বলেন, ‘কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমাদের বিরোধ নেই। যে যার মত রাজনৈতিক মতামত পেশ করবে এটাই স্বাভাবিক। আমরা ৮টি দল মিলে গণভোটসহ বিভিন্ন দাবি আদায়ে এক হয়ে আন্দোলন করে যাচ্ছি।’

চেক হস্তান্তর উপলক্ষে আয়োজিত সভায় জেলা প্রশাসক সাবেত আলী, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ইকবাল হোসাইন, গণঅধিকার পরিষদে জেলা শাখার আহ্বায়ক মাহফুজুর রহমান, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা শাখার সভাপতি আব্দুল হাই, খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মীর মোর্শেদ তুহিন প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৭:১০   ১৩ বার পঠিত