সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিকাণ্ড,অল্পের জন্য রক্ষা সিজারিয়ান মা-নবজাতক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিকাণ্ড,অল্পের জন্য রক্ষা সিজারিয়ান মা-নবজাতক
সোমবার, ৩ নভেম্বর ২০২৫



সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিকাণ্ড,অল্পের জন্য রক্ষা সিজারিয়ান মা-নবজাতক

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার (৩ নভেম্বর) বেলা আনুমানিক ১১টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

অপারেশন থিয়েটারের পাশের একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত চারদিকে ধোঁয়া ও আতঙ্ক ছড়িয়ে দেয়। দ্রুত খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডের সময় অপারেশন থিয়েটারে স্থানীয় বীর ধানাটা গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী রত্না বেগমের সিজার অপারেশন চলছিল। গাইনি ডাক্তার মুন্নি, এনেস্থেশিয়া কনসালটেন্ট শাহরিয়ার ইসলাম, স্বাস্থ্য সহকারী ওবায়দুল্লাহ, ওয়ার্ড বয় ফরিদ এবং সিনিয়র নার্স সুবেদা খাতুনসহ অন্যরা তখন দায়িত্বে ছিলেন।
নবজাতককে বের করার কিছুক্ষণ পরেই হঠাৎ আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে উপস্থিত চিকিৎসক ও কর্মীরা চরম আতঙ্কে থিয়েটার ছেড়ে বেরিয়ে যান।

এই বিশৃঙ্খল পরিস্থিতিতে, সিনিয়র নার্স সুবেদা খাতুন নবজাতককে কোলে নিয়ে দৌড়ে বাইরে বেরিয়ে আসেন। পরে অন্যান্য কর্মীরা অচেতন অবস্থায় থাকা মা রত্না বেগমকে পেটে সেলাই করে নিরাপদ স্থানে সরিয়ে নেন। অল্পের জন্য মা ও শিশু বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান।

এ ঘটনায় হাসপাতালের ভিতরে চরম বিশৃঙ্খলা ও আতঙ্কের সৃষ্টি হয়। রোগী ও তাদের স্বজনরা ভয়ে চিৎকার-চেঁচামেচি করে হাসপাতাল ভবন থেকে বেরিয়ে আসেন। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে এলেও প্রায় ১০ লক্ষাধিক টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী।

স্থানীয়দের অভিযোগ, হাসপাতালের কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও উদাসীনতার কারণেই এ অগ্নিকাণ্ড ঘটেছে। তাদের দাবি, দীর্ঘদিন ধরে হাসপাতালের পুরোনো ও ত্রুটিপূর্ণ এনালগ বৈদ্যুতিক বাল্ব উত্তপ্ত হয়ে আগুনের সূত্রপাত ঘটায়।

ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা বলেন, “সরকারি হাসপাতালের নামে কোটি টাকার অবকাঠামো, কিন্তু নিরাপত্তা ব্যবস্থা নেই—এ যেন অব্যবস্থাপনার চরম দৃষ্টান্ত।”

এঘটনায় স্থানীয় জনগণ ও সুধী সমাজ বলেন অবিলম্বে ঘটনার তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন প্রাণঘাতী অব্যবস্থাপনার পুনরাবৃত্তি না ঘটে।

এ ঘটনায় উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহছেন উদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন।

বাংলাদেশ সময়: ২১:২৬:০৬   ৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
গোপনে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে রাশিয়া ও চীন : ট্রাম্প
জাতীয় নির্বাচনের দিন গণভোট চায় বৃহত্তর সুন্নি জোট
জুলাই সনদ সমঝোতায় ড. ইউনূসকে রেফারি চায় জামায়াতসহ ৮ দল
শিক্ষার্থীদের যেকোনো একটি বিদেশি ভাষা শেখার আহ্বান ড. সায়মা হক বিদিশার
নির্মাতা মণিরত্নমের চোখে অনন্য এক ঐশ্বরিয়া
জামালপুর-২ বিএনপির টিকিট পেলেন সুলতান মাহমুদ বাবু
বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ফর্মার্স কার্ড দেওয়া হবে: সাখাওয়াত
রংপুর নাট্য কেন্দ্রের ২৭তম বার্ষিকী উদযাপিত
যদি নিজেকে পরিবর্তন করি, তাহলে সমাজও পরিবর্তন সম্ভব: ডিসি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ