![]()
আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
মঙ্গলবার (১১ নভেম্বর) খুলনার জাহানাবাদ সেনানিবাসে অনুষ্ঠিত আর্মি সার্ভিস কোরের (এএসসি) ৪৪তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বক্তব্যে সেনাপ্রধান বলেন, ‘আর্মি সার্ভিস কোর দেশের সশস্ত্র বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ও গৌরবময় সংগঠন। দেশমাতৃকার সেবায় এ কোরের অবদান অনন্য ও অনস্বীকার্য।’
তিনি কোরের সদস্যদের দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রেখে সময়োপযোগী প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির মাধ্যমে নিজেদের সক্ষমতা আরও উন্নত করার নির্দেশনা দেন।
এ সময় সেনাপ্রধান আর্মি সার্ভিস কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নানা দিকনির্দেশনা প্রদান করেন।
এর আগে, সেনাপ্রধান এএসসি সেন্টার অ্যান্ড স্কুলে (এএসসিসিএন্ডএস) পৌঁছালে তাকে স্বাগত জানান আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক), ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া এবং কমান্ড্যান্ট, এএসসিসিএন্ডএস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিওসি, আর্টডক; মহাপরিচালক, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ); জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া; চেয়ারম্যান, সেনা কল্যাণ সংস্থা; সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা; কমান্ড্যান্ট, এএসসিসিএন্ডএস; আর্মি সার্ভিস কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়কসহ গণমাধ্যম ব্যক্তিবর্গ।
সম্মেলনে আর্মি সার্ভিস কোরের বিভিন্ন দিক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সেনাপ্রধান সদস্যদের উদ্দেশে বলেন, ‘দায়িত্ব, শৃঙ্খলা ও দক্ষতার সমন্বয় ঘটিয়ে সেনাবাহিনীর সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি করাই আমাদের প্রধান লক্ষ্য।’
বাংলাদেশ সময়: ১৫:৪১:২৫ ৭ বার পঠিত