আমাদের আগে নিজেদের পরিবর্তন করতে হবে: গিয়াসউদ্দিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » আমাদের আগে নিজেদের পরিবর্তন করতে হবে: গিয়াসউদ্দিন
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫



আমাদের আগে নিজেদের পরিবর্তন করতে হবে: গিয়াসউদ্দিন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, “সমগ্র জাতি আমাদের প্রিয় নেতা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পেয়েছিল জাতির ক্রান্তিলগ্নে দিকনির্দেশক হিসেবে। তিনি ছিলেন জনগণের প্রকৃত বন্ধু। সততা, দৃঢ়তা ও দেশপ্রেমে তিনি মানুষের আস্থা অর্জন করেছিলেন। দেশের কল্যাণে তিনি নিঃস্বার্থভাবে কাজ করেছেন, যার ফলে তিনি আজও বাঙালির হৃদয়ে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত।”

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠে মরহুম স. ম. নুরুল ইসলাম স্মৃতি সংসদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম স. ম. নুরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “এরপর আমাদের নেতৃত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিন তিনবার জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করেছেন। তিনি স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন লড়াই করেছেন, সেই কারণেই তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবে জনগণের শ্রদ্ধা অর্জন করেছেন।”

গিয়াসউদ্দিন আরও বলেন, “স. ম. নুরুল ইসলাম ছিলেন জাতীয় পর্যায়ের এক বিপ্লবী নেতা ও মহান মুক্তিযুদ্ধের সিপাহসালার। তিনি ছিলেন সাংগঠনিকভাবে অত্যন্ত দক্ষ, আতিথেয়, সত্যনিষ্ঠ ও সমাজসেবী একজন মানুষ। এমন সাংগঠনিক ও ত্যাগী নেতা আজকের দিনে পাওয়া কঠিন।”

তিনি বলেন, “ভালো মানুষ ছাড়া ভালো কাজ সম্ভব নয়। আমরা যারা রাজনীতি করি, আমাদের আগে নিজেদের পরিবর্তন করতে হবে। দলের মধ্যে যদি ভালো মানুষ না থাকে, তবে সেই দল দিয়ে দেশের কল্যাণ করা সম্ভব নয়। তাই ভালো মানুষ দিয়েই দলকে গঠন করতে হবে। খারাপদের হয় বিদায় দিতে হবে, না হয় তাদের ভালো পথে ফেরাতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম। সঞ্চালনা করেন এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, কবির প্রধান, নাজির আহম্মেদ নজির, নুর আলম, যুগ্ম সম্পাদক খন্দকার আক্তার হোসেন, সহ-সাধারণ সম্পাদক জামিল হোসেন খান স্বাধীন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এম. এ. হালিম জুয়েল, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব, শওকত আলী খান জুম্মন, আকবর হোসেন, সদস্য সিরাজউদ্দিন সিরাজ, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী বিল্লাল হোসেন, কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল হাসান রতন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, কাশীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আশিক মাহমুদ সুমন এবং আলীরটেক ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জামাল হোসেনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:১৬   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সদরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, চার প্রতিষ্ঠানকে জরিমানা
নির্বাচনে কেন্দ্রে গিয়ে নিজের যাকে খুশি তাকেই ভোট দেবেন : মোর্শেদ আলম
আমাদের আগে নিজেদের পরিবর্তন করতে হবে: গিয়াসউদ্দিন
তরুণদের উন্নত জীবন উপহার দেওয়া জুলাই বিপ্লবের তাৎপর্যময় বাস্তবায়ন : ফয়েজ আহমদ তৈয়্যব
সরকারি হাসপাতালে আস্থা ফিরিয়ে আনতে কাজ করছি: ডিসি
নারায়ণগঞ্জের জন্য জান দিয়ে কাজ করবো: মাসুদুজ্জামান
নারায়ণগঞ্জে বায়ুদূষণ রোধে যৌথ অভিযান, এক প্রতিষ্ঠানকে জরিমানা
আইজিপির সঙ্গে আইসিআরসি প্রতিনিধিদলের সাক্ষাৎ
ভোজ্যতেলের বাজারে কাউকে নৈরাজ্য করার সুযোগ দেওয়া হবে না : বাণিজ্য উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ