
ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মুহাম্মদ মোর্শেদ আলম বলেছেন, ‘বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার গত ১৭ বছর দেশের মানুষকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে দেয়নি। আমরা মানুষের সে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন-সংগ্রাম করেছি। আগামী নির্বাচনে আপনারা সবাই কেন্দ্রে যাবেন, নিজের যাকে খুশি তাকেই ভোট দেবেন। কেউ আপনাকে বাধা দেবে না বা জবরদস্তি করবে না।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও নিজস্ব অর্থায়নে উপজেলার ভালুকা ইউনিয়নের ১২ হাজার নারী-পরুষের মাঝে শড়ি-লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মোর্শেদ আলম বলেন, ‘বিগত স্বৈরাচার সরকার মামলা হামলার করে ১৭টি বছর আমাদের প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ দেয়নি, মিছিল-মিটিং করতে দেয়নি। আমাদের ঘরে বসে রাজনীতি করতে হতো। আমরা সাধারণ মানুষ থেকে অনেকটা বিচ্ছিন্ন অবস্থায় ছিলাম।
কিন্তু রাজনীতি হলো উন্মুক্ত মঞ্চ, সেখানে বিভিন্ন দল তার কথা বলবে। কিন্ত বিগত সরকার আমাদের তা করতে দেয়নি। আমরা আপনাদের সঙ্গে দেখা করতে, কথা বলতে পারিনি।’
তিনি আরো বলেন, ‘আপনার কথা আপনি বলেন।
যদি বিএনপির নেতাকর্মী আপনাদের ওপর অন্যায় আচরণ করে, নির্যাতন করে, আপনাদের কোনো কাজে বাধা প্রদান করে, আমাদের নেতার নির্দেশ কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। মোটকথা হলো শান্তিপূর্ণ পরিবেশে মানুষকে মানুষের মতো বাঁচতে দিতে হবে। মানুষকে মূল্যায়ন করতে হবে।’
অনুষ্ঠানে তিনি রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
উপজেলা বিএনপির সদস্য নুরুল হক মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহাম্মেদ, মো. মজিবুর রহমান মজু, মো. রুহুল আমিন রুহুল, নিয়ামূল কবির জান্নাত, অইয়ুব আলী কমান্ডার, উপজেলা শ্রমিক দল সভাপতি সৌমিক হাসান সোহাগসহ প্রমুখ।
বাংলাদেশ সময়: ২৩:৩৯:৩৩ ৭ বার পঠিত