বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ

প্রথম পাতা » খুলনা » আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫



আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ

সারাদেশে আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতার প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা বিএনপি। প্রতিবাদ জানিয়ে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুরে শহরের নিউমাকের্ট মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আসিফ চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মধ্য দিয়ে শেষ হয়।

সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতির সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

এ সময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মাসুম বিল্লাহ শাহীন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা জাসাসের আহ্বায়ক শেখ জিল্লুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক এড. আকবর আলী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা আক্তার বিউটি, বিএনপি নেতা শাহ মোহাম্মদ কামরুজ্জামান কামু, সাবেক পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু প্রমুখ।

বক্তারা বলেন, আওয়ামী লীগ নির্বাচন বানচাল করার জন্য এই লকডাউন দিয়ে সারা বাংলাদেশে গুপ্ত হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২৯:০৮   ৮ বার পঠিত