
বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে,নারায়ণগঞ্জে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর ) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সার্কিট হাউজের কনফারেন্স রুমে, বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত ”
গণমাধ্যমের অপসংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষে, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত নিবন্ধিত
অনলাইন নিউজ পোর্টাল “নিউজ টু নারায়ণগঞ্জ” এর সম্পাদক ও প্রকাশক মোঃ ইব্রাহীম খলিলকে সনদ তুলে দেন, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান, বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন বিচারপতি এ কে এম আব্দুল হাকিম, চেয়ারম্যান, বাংলাদেশ প্রেস কাউন্সিল। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার), রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল সচিব, (উপসচিব) মো: আব্দুস সবুর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান ,নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ ।
বাংলাদেশ সময়: ২০:১০:২৮ ১১ বার পঠিত