নির্বাচিত হলে সিদ্ধিরগঞ্জে আধুনিক হাসপাতাল নির্মাণের ঘোষণা মান্নানের

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচিত হলে সিদ্ধিরগঞ্জে আধুনিক হাসপাতাল নির্মাণের ঘোষণা মান্নানের
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫



নির্বাচিত হলে সিদ্ধিরগঞ্জে আধুনিক হাসপাতাল নির্মাণের ঘোষণা মান্নানের

রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ শেষে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় জালকুড়ি এলাকায় শুরু হওয়া গণসংযোগটি কড়ইতলা থেকে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে জালকুড়ি পশ্চিমপাড়া মাঠে পথসভায় শেষ হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি এবং নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।

পথসভায় ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে আজহারুল ইসলাম মান্নান বলেন, “সিদ্ধিরগঞ্জের মানুষের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে একটি দাবি রয়েছে- একটি হাসপাতাল। আপনাদের ভোটে আমি এমপি নির্বাচিত হলে সিদ্ধিরগঞ্জে একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করবো। সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজি, জমি দখল- কিছুই চলবে না। সিদ্ধিরগঞ্জ হবে শান্তিপূর্ণ, নিরাপদ এলাকা।”

সভায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তাঁতীদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন, সোনারগাঁও উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম, মনিরুজ্জামান মনির, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সিকদার, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফউদ্দীন মাহামুদ ফয়সাল, মহানগর তাঁতীদলের সভাপতি মীর আলমগীর।

এ ছাড়াও উপস্থিত ছিলেন- সোনারগাঁও উপজেলা বিএনপির আইন সম্পাদক অ্যাডভোকেট কাজী সুমন, সোনারগাঁও উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সদস্য সচিব রেদোয়ান রহমান পাপ্পু, মহানগর যুবদলের সদস্য আশিকুর রহমান অনি, শাহিন খান, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহমেদ হুমায়ুন কবির, নুরুল ইসলাম, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল আরমান, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের আহ্বায়ক জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সবুজ খান, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল নেতা সিফাতুর রহমান রাজু, তন্ময়, জুবায়ের, থানা যুবদল নেতা আরাফাত রহমান, স্বেচ্ছাসেবক দলের নেতা এবং বিপুলসংখ্যক নেতা-কর্মী।

বাংলাদেশ সময়: ২৩:০০:২০   ৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আমি বিশ্বাস করতে চাই, নির্বাচন সময়মতো হবে: ড. দেবপ্রিয় ভট্টাচার্য
১৩৩ আসনে প্রার্থী ঘোষণা গণফোরামের
কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে না : আইজিপি
কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে রাষ্ট্রযন্ত্র সংস্কার অপরিহার্য : আখতার হোসেন
২০২৬ সালের ঈদুল ফিতরের তারিখ ঘোষণা
মাসুদুজ্জামানকে ঠেকাতে একমঞ্চে মনোনয়ন বঞ্চিতরা
নির্বাচিত হলে সিদ্ধিরগঞ্জে আধুনিক হাসপাতাল নির্মাণের ঘোষণা মান্নানের
পর্যটন সার্ভিস হিসেবে শতবর্ষী প্যাডেল স্টিমার পি এস মাহসুদ–এর উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা
প্লাস্টিকমুক্ত টেকসই ভবিষ্যৎ গড়তে অভ্যাস পরিবর্তন অপরিহার্য - পরিবেশ উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ