ইসলামপুর কৃষি অফিসে প্রণোদনার সার-বীজ পাচার: কালোবাজারি চক্র সক্রিয় !

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইসলামপুর কৃষি অফিসে প্রণোদনার সার-বীজ পাচার: কালোবাজারি চক্র সক্রিয় !
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫



ইসলামপুর কৃষি অফিসে প্রণোদনার সার-বীজ পাচার: কালোবাজারি চক্র সক্রিয় !

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলা কৃষি অফিসে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিতরণের জন্য বরাদ্দকৃত সার ও বীজ কালোবাজারিদের হাতে চলে যাচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। ২০২৫-২৬ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বিনামূল্যে বিতরণ কার্যক্রম চলাকালীন এই অনিয়ম ধরা পড়ে।

​রোববার, অভিযোগের ভিত্তিতে সাংবাদিকরা উপজেলা কৃষি অফিসে সরেজমিনে গেলে চাঞ্চল্যকর এই চিত্র সামনে আসে। দেখা যায়, কৃষকদের জন্য বরাদ্দ করা ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার স্থানীয় কতিপয় ব্যবসায়ী কিনে নিয়ে রিকশাযোগে অফিসের বাইরে পাচার করে দিচ্ছেন। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই উপজেলাজুড়ে নানা প্রশ্ন ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

​ঘটনাস্থলে সাংবাদিকদের মুখোমুখি হন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল। তিনি প্রথমে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন “আমার অফিসের সামনে থেকে সার-বীজ বিক্রি হওয়ার কোনো সুযোগ নেই। এছাড়া, সার-বীজ বিতরণের আগে মাস্টাররোলে স্বাক্ষর নেওয়া সম্পূর্ণ নিয়মবহির্ভূত।”

​অন্যদিকে, পলবান্ধা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আইয়ুব আলীর বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। তিনি সাংবাদিকদের জানান, ​”আমাদের সুবিধার্থে আমরা মাস্টাররোল স্বাক্ষর/টিপসই নিয়ে স্লিপ বিতরণ করি।” দুইজন দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্যে সুস্পষ্ট অসঙ্গতি দেখা দেওয়ায় বিতর্কের জন্ম দেয়।

​বিতর্কের মধ্যেই কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল তার অফিসের সামনেই সার-বীজসহ একজন কালোবাজারিকে হাতেনাতে আটক করেন। কিন্তু অবাক করার বিষয় হলো, প্রশাসনিক বা আইনি কোনো ব্যবস্থা না নিয়েই কিছুক্ষণের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হয়। এই ছেড়ে দেওয়ার ঘটনা নতুন করে অফিসের কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।

​এ বিষয়ে কৃষি কর্মকর্তার সাথে কথা বলতে গেলে তিনি বলেন, “এসিল্যান্ড সাহেব আসছেন, তারপর বক্তব্য দেব।”

প্রশাসনের নজরদারি ও কৃষকের দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান জানান, “বিষয়টি আমি অবহিত হয়েছি। কালোবাজারিদেরকে ধরতে অভিযান অব্যাহত আছে।”

​তবে স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জোরালো দাবি, প্রশাসনের পক্ষ থেকে আরও কঠোর নজরদারি চালানো হোক, যাতে প্রণোদনার সার-বীজ প্রকৃত উপকারভোগী কৃষকের হাতে পৌঁছাতে পারে এবং কালোবাজারি চক্রের তৎপরতা দ্রুত বন্ধ হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩০:০২   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ
ফরিদপুরে নায়াব ইউসুফের পরিবর্তে মনোনয়ন চান জেলা বিএনপির আহ্বায়ক
আর্মেনিয়াকে ৯ গোলে উড়িয়ে বিশ্বকাপে পর্তুগাল
যুবদের নেতৃত্বে গড়ে উঠবে জলবায়ু সমাধান: মৎস্য উপদেষ্টা
ইসলামপুর কৃষি অফিসে প্রণোদনার সার-বীজ পাচার: কালোবাজারি চক্র সক্রিয় !
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে: ড. মোশাররফ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডিবিসিসিআই প্রতিনিধি দলের বৈঠক
শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে ছাত্রশক্তির মশাল মিছিল
আদালতে লতিফ সিদ্দিকীর হাজিরায় সঙ্গে এলেন কাদের সিদ্দিকী
অর্থ আত্মসাৎ মামলায় আত্মসমর্পণ করে জামিন নিলেন মেহজাবীন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ