ফরিদপুরে নায়াব ইউসুফের পরিবর্তে মনোনয়ন চান জেলা বিএনপির আহ্বায়ক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে নায়াব ইউসুফের পরিবর্তে মনোনয়ন চান জেলা বিএনপির আহ্বায়ক
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫



ফরিদপুরে নায়াব ইউসুফের পরিবর্তে মনোনয়ন চান জেলা বিএনপির আহ্বায়ক

ফরিদপুর–৩ (সদর) আসনে দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ওরফে ইছার সমর্থকরা। রোববার (১৬ নভেম্বর) বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে সমাবেশ আয়োজন করেন ইছার সমর্থকেরা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সৈয়দ মোদাররেছ আলী।

সমাবেশের ব্যানারে লেখা ছিল ‘৩১ দফা বাস্তবায়নে ধানের শীষের পক্ষে কর্মী সমাবেশ’। ফরিদপুর–৩ (সদর) আসনের কর্মীবৃন্দের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয় ।

সমাবেশে যে স্লোগান দেওয়া হয় এবং যেসব ফেস্টুন প্রদর্শন করা হয়, তাতে লেখা ছিল— ‘যোগ্য নেতা ইছা ভাই, এমপি হিসেবে তাকে চাই’,‘রাজপথের ইছা ভাই, আমরা তোমাকে ভুলিনি’,‘দুর্দিনে পাশে ছিলেন ভাই, এমপি হোক ইছা ভাই।’

সমাবেশে ফরিদপুর সদরের ১২টি ইউনিয়ন পরিষদ ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। সমাবেশে সভাপতিত্ব করেন ফরিদপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কাদের। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক শহীদ পারভেজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খায়রুল আনাম, জেলা যুবদলের সভাপতি রাজীব হাসান প্রমুখ।

বক্তারা বলেন, ইছা ভাই গত ৪৭ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আমাদের বিপদে–আপদে সব সময় তাকে কাছে পেয়েছি। তিনি জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি। আমরা ইছা ভাইকে ফরিদপুর–৩ আসনের এমপি হিসেবে দেখতে চাই। এর জন্য দলীয় মনোনয়ন পুনর্বিবেচনা করতে হবে। ইছা ভাইকে মনোনয়ন দিয়ে ধানের শীষকে বাঁচান। ইছাকে দলীয় মনোনয়ন না দিলে ফরিদপুর–৩ আসনের জনগণ এ নির্বাচন মেনে নেবে না।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোদাররেছ আলী ইছা বলেন, যে দাবি এখানে তোলা হয়েছে—আপনারা আমাকে ফরিদপুর–৩ আসনের প্রার্থী হিসেবে দেখতে চান এবং যে প্রত্যয় ব্যক্ত করেছেন— তার জন্য আপনাদের অভিনন্দন জানাই। যে উদ্যম আপনারা প্রকাশ করেছেন, আমি আপনাদের মনোনীত ও আকাঙ্ক্ষিত প্রার্থী— এর জন্য আপনাদের ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, আমি খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আপনাদের পাশে নিয়ে আন্দোলন–সংগ্রাম করেছি। আপনাদের এ প্রত্যাশার দাবিগুলো সাংবাদিকদের মাধ্যমে অবশ্যই বিএনপির হাইকমান্ডের কাছে পৌঁছাবে। হাইকমান্ড দলীয় মনোনয়নের ক্ষেত্রে যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, তা আমি মাথা পেতে নেব।

প্রসঙ্গত, ফরিদপুর–৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে এ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য প্রয়াত চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে নায়াব ইউসুফকে। গত ৩ নভেম্বর দলীয় এ মনোনয়ন ঘোষণা করা হয়। ওই মনোনয়ন ঘোষণার ১৩ দিন পর আজ ফরিদপুর–৩ (সদর) আসনের কর্মীবৃন্দের ব্যানারে দলীয় মনোনয়ন পুনর্বিবেচনা করে ইছাকে মনোনয়ন দেওয়ার দাবিতে এ সমাবেশ আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:২২   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ
ফরিদপুরে নায়াব ইউসুফের পরিবর্তে মনোনয়ন চান জেলা বিএনপির আহ্বায়ক
আর্মেনিয়াকে ৯ গোলে উড়িয়ে বিশ্বকাপে পর্তুগাল
যুবদের নেতৃত্বে গড়ে উঠবে জলবায়ু সমাধান: মৎস্য উপদেষ্টা
ইসলামপুর কৃষি অফিসে প্রণোদনার সার-বীজ পাচার: কালোবাজারি চক্র সক্রিয় !
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে: ড. মোশাররফ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডিবিসিসিআই প্রতিনিধি দলের বৈঠক
শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে ছাত্রশক্তির মশাল মিছিল
আদালতে লতিফ সিদ্দিকীর হাজিরায় সঙ্গে এলেন কাদের সিদ্দিকী
অর্থ আত্মসাৎ মামলায় আত্মসমর্পণ করে জামিন নিলেন মেহজাবীন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ