গণতন্ত্র ফিরিয়ে আনতে নির্বাচনের বিকল্প নেই : আমানউল্লাহ আমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » গণতন্ত্র ফিরিয়ে আনতে নির্বাচনের বিকল্প নেই : আমানউল্লাহ আমান
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫



গণতন্ত্র ফিরিয়ে আনতে নির্বাচনের বিকল্প নেই : আমানউল্লাহ আমান

গণতন্ত্র ফিরিয়ে আনতে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানউল্লাহ আমান।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানাধীন বামনশুর খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অন্তর্বর্তী সরকার প্রধানের প্রতিশ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করবে এবং আবারও দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে।

আমানউল্লাহ আমান বলেন, জুলাই আন্দোলনে সংঘটিত গণহত্যার বিচার কার্যক্রম শুরু হয়েছে এবং ইতিমধ্যে একটি মামলার রায় ঘোষণা হয়েছে। রায়ে শহীদ ছাত্র-জনতার পরিবার ও স্বজনরা সন্তুষ্ট হয়েছেন এবং দ্রুত রায় কার্যকর হলে তাদের আত্মা শান্তি পাবে।

তিনি বলেন, দেশের জনগণ এখন ভোটের উৎসবের অপেক্ষায় রয়েছে। জনগণকে ভোটের জন্য প্রস্তুত হতে হবে এবং ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানের নেতৃত্বে কামরাঙ্গীরচর-খোলামোড়া সেতু নির্মাণ করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, যুগ্ম সম্পাদক মনির হোসেন মনির, কোষাধ্যক্ষ তারেক ইমাম বাবুল, সদস্য জাহিদ হোসেন, শাক্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন মন্টু, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ অভি ও আশরাফুল আলম, কেরানীগঞ্জ মডেল উপজেলা ছাত্রদল আহ্বায়ক হাজী সাইফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ২১:৪৮:৪৭   ৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চাঁদাবাজদের সংসদে যাওয়ার রাস্তা বন্ধ করতে হবে : হাসনাত আব্দুল্লাহ
যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যার ‘শ্যুটার’ আটক
বর্তমানে বাংলাদেশে কোনো রাজাকার নেই : আখতারুজ্জামান
আপনাদের গোলাম হিসেবে কাজ করতে চাই: আবুল কালাম
২৯৫ ওষুধ জাতীয় অত্যাবশ্যক তালিকাভুক্ত, মূল্য নিয়ন্ত্রণ নীতিমালা অনুমোদন
ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশসহ চার অধ্যাদেশ অনুমোদন
নির্বাচন পর্যবেক্ষণে ২০০ সদস্যের প্রতিনিধিদল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন
সরকারের ফ্যাসিস্ট হয়ে ওঠার পথ বন্ধ করতেই গণভোট : আলী রীয়াজ
সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করছে রাঙামাটিতে -অতিরিক্ত পুলিশ সুপার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ