দেশ ও জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করছে আনসার-ভিডিপি: উপমহাপরিচালক

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশ ও জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করছে আনসার-ভিডিপি: উপমহাপরিচালক
শনিবার, ২২ নভেম্বর ২০২৫



দেশ ও জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করছে আনসার-ভিডিপি: উপমহাপরিচালক

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো. আশরাফুল আলম বলেছেন, সর্বোচ্চ দায়িত্বশীলতা, সততা এবং প্রশিক্ষণ দক্ষতাকে কাজ লাগিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে সম্পূর্ণের লক্ষ্যে ভোটকেন্দ্রের যেকোনো চ্যালেঞ্জ, ষড়যন্ত্র নস্যাৎ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রস্তুত।

অঙ্গীভূত আনসার, এপিসি, পিসি সদস্যদের সতেজকরণ প্রশিক্ষণের (৭ম ধাপ) সমাপনী অনুষ্ঠানে শনিবার মাদারীপুর আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে তিনি একথা বলেন।

এর আগে উপমহাপরিচালক ব্যাটালিয়ন সদর দপ্তরে পৌছালে তাকে স্বাগত জানান ব্যাটালিয়নের পরিচালক শুভ্র চৌধুরী। এদিন মাদারীপুর আনসার ব্যাটালিয়নের একটি দল উপমহাপরিচালককে গার্ড সালাম প্রদান করেন। তিনি গার্ড সালাম গ্রহন ও গার্ড পরিদর্শন করেন।

অনুষ্ঠানে তিনি সকল সদস্যদের উদ্দেশ্য বলেন, জননিরাপত্তার এ বিশাল বাহিনী মাদক, সন্ত্রাস দমন, প্রাকৃতিক দূর্যোগ, ভুমিকম্পসহ জাতীর ক্রান্তিলগ্নে সদা নির্ভীক থেকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে ঐক্যবদ্ধ হয়ে দায়িত্ব পালন করতে সকলকে উদ্বাত্ত আহ্বান জানান।

তিনি আরও বলেন, বর্তমান মহাপরিচালকের বিচক্ষণ নেতৃত্ব এবং চলমান সংস্কার করনে এগিয়ে যাচ্ছে আনসার বাহিনী। দেশ ও জাতির কল্যাণে আনসার বাহিনীর প্রত্যেক সদস্যকে নিজের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শুধু নিরাপত্তা নয়, বরং দেশপ্রেম, মানবিকতা এবং জাতির সংকটকালে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

এসময় মাদারীপুর আনসার ব্যাটালিয়নের পরিচালক শুভ্র চৌধুরী বলেন, এই সতেজকরণ প্রশিক্ষণে শারিরীক সক্ষমতা ও পেশাগত দক্ষতাকে কাজে লাগিয়ে দায়িত্ব পালনে আরও সচেষ্ট হতে হবে।

পরবর্তীতে উপমহাপরিচালক গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে পৌছালে তাকে স্বাগত জানান ব্যাটালিয়নের পরিচালক তাসকিন আরা। এসময় মাদারীপুর আনসার ব্যাটালিয়নের একটি চৌকস দল উপমহাপরিচালককে গার্ড সালাম প্রদান করেন। তিনি গার্ড সালাম গ্রহন ও গার্ড পরিদর্শন করেন।

অঙ্গীভূত আনসার, এপিসি, পিসি সদস্যদের সতেজকরন প্রশিক্ষণ (৭ম ধাপ) সমাপনী অনুষ্ঠানে উপমহাপরিচালক বলেন,সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীর সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এই বাস্তবতাকে সামনে রেখে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয়ের নেতৃত্বে বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। তার সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গী, সময়োপযোগী চিন্তা ও দক্ষ নেতৃত্বে গৃহীত নতুন ও যুগোপযোগী প্রশিক্ষণ পরিকল্পনা বাহিনীকে করে তুলছে আরও দক্ষ, আত্মবিশ্বাসী ও প্রযুক্তিনির্ভর।

সফরকালে তিনি মাদারীপুর, গোপালগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কার্যালয় পরিদর্শন করে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালনের দিকনির্দেশনা দেন।

বাংলাদেশ সময়: ১৬:২২:৫৬   ১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কপ-৩১ শীর্ষ সম্মেলন আয়োজনের ব্যাপারে অস্ট্রেলিয়া ও তুরস্কের মধ্যে চুক্তি
দেশ ও জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করছে আনসার-ভিডিপি: উপমহাপরিচালক
দেশে নতুন ইতিহাস রচিত হবে: জামায়াত আমির
ভুটা‌নের প্রধানমন্ত্রীর স‌ঙ্গে পররাষ্ট্র উপ‌দেষ্টার সাক্ষাৎ
আয়ারল্যান্ডকে জয়ের জন্য ৫০৯ রানের টার্গেট দিল বাংলাদেশ
মানুষ ক্ষমতা দেখতে চায় না, দায়িত্ব পালন দেখতে চায়
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ : সালাউদ্দিন
শাপলা কলি প্রতীকের প্রচার শুরু, প্রথম ধাপেই জুলাই শহীদের প্রতি শ্রদ্ধা
গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’ মানুষ বুঝতে পারছে না : মির্জা ফখরুল
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন ভুটানের প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ