বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা পরিবর্তনের দাবিতে ইসলামপুরে মানববন্ধন ও বিক্ষোভ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা পরিবর্তনের দাবিতে ইসলামপুরে মানববন্ধন ও বিক্ষোভ
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫



বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা পরিবর্তনের দাবিতে ইসলামপুরে মানববন্ধন ও বিক্ষোভ

জামালপুর প্রতিনিধি : জামালপুর-২ ইসলামপুর আসনে বিএনপির সম্ভাব্য মনোনীত প্রার্থীর নাম পরিবর্তনের দাবিকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। দলটির কেন্দ্রীয়ভাবে ঘোষিত সম্ভাব্য তালিকায় নিজেদের পছন্দের প্রার্থী স্থান না পাওয়ায় স্থানীয় নেতাকর্মীরা ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন।

এরই ধারাবাহিকতায়, মনোনয়নবঞ্চিত নেতা এ এস এম আব্দুল হালিমের সমর্থকেরা রোববার (২৩ নভেম্বর) সকালে ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়ন আমতুলী বাজারে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন সরকার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকিউল ইসলাম তিব্বত পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনির খান লোহানী এছাড়াও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, তৃণমূলের মতামত ও মাঠপর্যায়ের জনপ্রিয়তা উপেক্ষা করে কেন্দ্রীয়ভাবে সম্ভাব্য প্রার্থী তালিকা চূড়ান্ত করা হচ্ছে, যা স্থানীয় রাজনীতিতে বিভ্রান্তি ও অসন্তোষ সৃষ্টি করেছে।

বক্তারা জোর দিয়ে বলেন, “এ এস এম আব্দুল হালিম দীর্ঘদিন ধরে এলাকায় বিএনপির সংগঠনকে সুসংগঠিত করেছেন এবং সকল আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন। স্থানীয়দের মাঝে তার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা ব্যাপক।”
নেতাকর্মীরা হুঁশিয়ারি দেন, তাকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেওয়ার চেষ্টা হলে তৃণমূল বিএনপির কর্মীরা তা মেনে নেবেন না। তারা অবিলম্বে সম্ভাব্য প্রার্থী তালিকা পুনর্বিবেচনা করে জনপ্রিয় নেতা এ এস এম আব্দুল হালিমকে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানান।

মানববন্ধন শেষে ক্ষুব্ধ নেতাকর্মীরা আমতুলি বাজারে বিক্ষোভ মিছিল করেন। বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো বাজার এলাকা। আমতুলী বাজারে এই স্লোগান–মিছিলের কারণে এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নেতাকর্মীরা সড়ক অবরোধ করলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং পথচারীদের ভোগান্তি বাড়ে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকাকে কেন্দ্র করে এলাকাজুড়ে যে ধরনের অসন্তোষ দেখা দিচ্ছে, তা শেষ পর্যন্ত দলীয় সমীকরণে প্রভাব ফেলতে পারে। তৃণমূলের এই দাবির প্রতি কেন্দ্র কতটা সাড়া দেয়,এখন সেটিই দেখার বিষয়।

বাংলাদেশ সময়: ২২:১৪:০৬   ১৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রিজাইডিং কর্মকর্তাদের ডিসি বললেন, মরার প্রস্তুতি নিয়ে ভোটকেন্দ্রে যাবেন
বুধবার বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২ হাজার
ধানের শীষ-খেজুর গাছের পক্ষে কাজ করবেন: সাখাওয়াত
আড়াইহাজারে অবৈধ ইটভাটাকে জরিমানা
ময়মনসিংহে ৫ পুলিশ সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই
তারেক রহমানের সঙ্গে রিক্সা, ভ্যান অটোচালক নেতৃবৃন্দের মতবিনিময়
তারেক রহমানকে চ্যালেঞ্জ করবেন না
সরিষাবাড়ীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও কোরআন খতম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ