ফিনল্যান্ডে প্রবাসী ভোটার তালিকাভুক্তি ও নিবন্ধন প্রক্রিয়া শুরু

প্রথম পাতা » আন্তর্জাতিক » ফিনল্যান্ডে প্রবাসী ভোটার তালিকাভুক্তি ও নিবন্ধন প্রক্রিয়া শুরু
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫



ফিনল্যান্ডে প্রবাসী ভোটার তালিকাভুক্তি ও নিবন্ধন প্রক্রিয়া শুরু

ফিনল্যান্ডে শুরু হয়েছে প্রবাসী ভোটার তালিকাভুক্তি ও নিবন্ধন প্রক্রিয়া। দেশটির প্রবাসী বাংলাদেশি ভোটাররা ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করতে পারবেন। কোনো ধরনের জটিলতায় পড়লে দূতাবাসে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসীরা। ফিনল্যান্ড প্রবাসীরারা মুখিয়ে আছেন পোস্টাল ব্যালটের মাধ্যমে নিজের ভোটাধিকার প্রয়োগের।

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোডের পর শুরু হবে নিবন্ধনের ডিজিটাল যাত্রা। অ্যাপ থেকে রেজিস্টার অপশনে গিয়ে নতুন প্রোফাইল তৈরি করে নাম ও বসবাসরত দেশসহ কয়েকটি প্রাথমিক তথ্য দিতে হবে।

এরপর পরিচয় যাচাই। দিতে হবে নিজের মোবাইল নম্বর ও ই-মেইল অ্যাড্রেস। যাবে একটি করে ওটিপি। এরপর জাতীয় পরিচয়পত্রের তথ্য দিলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে যাচাই করবে পরিচয়। এরপর ফেসিয়াল রিকগনিশন ও লাইভলিনেস। শেষ ধাপে দিতে হবে বিদেশের বর্তমান ঠিকানা ও পাসপোর্টের তথ্য। রেজিষ্ট্রেশন সম্পন্ন হলে প্রবাসী ভোটারের ঠিকানায় ব্যালট পেপার পাঠাবে নির্বাচন কমিশন।

যেকোন জটিলতা তৈরি হলে দূতাবাসে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সুইডেনে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর আমরিন জাহান বলেন, ‘আমাদের দূতাবাসের ওয়েবসাইট ও ফেসবুক পেজে আমরা নিয়মিত আপডেট দিতে থাকবো। কর্তৃপক্ষকে যেটা জানানো প্রয়োজন আমরা জানাবো। আমরা যেভাবে নির্দেশনা পাবো সেভাবেই আপনাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবো।’

এদিকে, রেজিষ্ট্রেশন প্রক্রিয়ায় সহায়তা করতে হেল্প ডেস্ক চালু করেছে মুসলিম ফোরাম ফিনল্যান্ড। হেলসিঙ্কির রাউহাপিরি সেন্টারে ৩০ নভেম্বর সেবা দেবে সংগঠনটি।

বাংলাদেশ সময়: ১১:৫৫:৪৩   ৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ফিনল্যান্ডে প্রবাসী ভোটার তালিকাভুক্তি ও নিবন্ধন প্রক্রিয়া শুরু
ইউক্রেন শান্তি আলোচনায় ‘বড় অগ্রগতি’, শিগগিরই চূড়ান্ত হওয়ার আশা যুক্তরাষ্ট্রের
সিন্ধু প্রদেশ আবারও ভারতের হতে পারে : রাজনাথ সিং
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে বাধ্য ভারত : মুনিরুজ্জামান
কপ-৩১ শীর্ষ সম্মেলন আয়োজনের ব্যাপারে অস্ট্রেলিয়া ও তুরস্কের মধ্যে চুক্তি
ট্রাম্প -মামদানির বৈঠকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস
এক সপ্তাহও ইরানের সঙ্গে যুদ্ধ চালাতে সক্ষম নয় ইসরাইল
দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতিশ কুমার
মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
পাকিস্তানে ইমরান খানের ৩ বোন আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ