![]()
সাম্প্রতিক ভূমিকম্পগুলোর প্রেক্ষাপটে জরুরি বৈঠকে বসেছিলেন দেশের শীর্ষ ভূমিকম্প বিশেষজ্ঞ ও গবেষকেরা। সেখানে তারা জানিয়েছেন, আতঙ্কের কোনো কারণ নেই; তবে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা এখনই নিতে হবে।
সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
বৈঠকে প্রধান উপদেষ্টা বিশেষজ্ঞদের উদ্দেশে বলেন, ‘স্বল্প সময়ের মধ্যেই সরকারের করণীয় সম্পর্কে লিখিত পরামর্শ দিতে হবে।’
তিনি বলেন, ‘আমরা হাত গুটিয়ে বসে থাকতে চাই না। আবার অবৈজ্ঞানিক কোনো পদক্ষেপও নিতে চাই না। আপনারা দ্রুত লিখিত সুপারিশ দিন, সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত।’
তিনি আরও জানান, ভূমিকম্প–সম্পর্কিত পদক্ষেপের জন্য বিশেষজ্ঞ কমিটি ও একটি বা একাধিক টাস্কফোর্স গঠনের কাজ চলছে। বিশেষজ্ঞদের লিখিত পরামর্শ পাওয়ার পর কার্যক্রম চূড়ান্ত করা হবে।
সোমবার রাতের বৈঠক সম্পর্কে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।
বাংলাদেশ সময়: ২৩:৪১:১২ ৭ বার পঠিত