দেশে নারীর ক্ষমতায়নে জিয়া পরিবার যুগান্তকারী ভূমিকা রেখেছেন : সেলিমা রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশে নারীর ক্ষমতায়নে জিয়া পরিবার যুগান্তকারী ভূমিকা রেখেছেন : সেলিমা রহমান
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫



দেশে নারীর ক্ষমতায়নে জিয়া পরিবার যুগান্তকারী ভূমিকা রেখেছেন : সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান বলেছেন, দেশে নারীর ক্ষমতায়নে জিয়া পরিবার যুগান্তকারী ভূমিকা রেখেছে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন নারীর ক্ষমতায়নের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক। তার সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে মেয়েদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করে নারী শিক্ষার পথ সুগম করেছিলেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ঘোষিত ৩১ দফার মধ্যেই নারীর ক্ষমতায়নের স্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন।

আজ সোমবার বিকেলে বগুড়া-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের ব্যবস্থাপনায় নন্দীগ্রাম মনছুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে কেন্দ্রীয় নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত ‘সমাজে নারী ও শিশুর অগ্রাধিকার’ শীর্ষক নারী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান বলেন, একটি দেশের অর্থনীতির চাকা নারীর অংশগ্রহণ ছাড়া পূর্ণতা পায় না। বিএনপি বিশ্বাস করে নারী এগোলে দেশ এগোবে। তাই দেশব্যাপী নারীকে স্বাবলম্বী করতে বিএনপি আবারও রাষ্ট্রনায়কোচিত ভূমিকা নিতে প্রস্তুত।

অনুষ্ঠানে নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারের জন্য একটি করে ফ্যামিলি কার্ড চালু করবে, যার মাধ্যমে ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, লবণসহ নিত্যপণ্য পাওয়া যাবে। মানুষের ওপর বাড়তি চাপ কমানোই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, বিএনপি দেশব্যাপী বেকারত্ব দূরীকরণ, নতুন শিল্পাঞ্চল গড়ে তোলা, অবকাঠামো উন্নয়ন এবং বগুড়াসহ সারাদেশের সার্বিক উন্নয়নের রূপরেখা নিয়ে এগোচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় মানেই নারীর ক্ষমতায়ন।

অনুষ্ঠানে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন চাঁন, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহা উদ্দীন নাইন, সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাশার, বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক মো. শফিউল আলম সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৮:২৮   ৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেশে প্রতিটি বড় পরিবর্তনের পেছনে ছাত্র সমাজের ভূমিকা ছিল : গয়েশ্বর চন্দ্র রায়
বানৌজার প্যারেড গ্রাউন্ডে নবীন নাবিকদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ
৫ আগস্টের পর পরিবর্তনের সুযোগ হেলায় হারাতে চাই না: দেবপ্রিয় ভট্টাচার্য
কোনো দেশে জনগণ যদি শঙ্কায় বাস করে, সেটা চরম মানবধিকার লঙ্ঘন: সুলতানা কামাল
ভূমিকম্প সতর্কতায় সরকার প্রস্তুত, বিশেষজ্ঞদের লিখিত সুপারিশ চান প্রধান উপদেষ্টা
দেশে নারীর ক্ষমতায়নে জিয়া পরিবার যুগান্তকারী ভূমিকা রেখেছেন : সেলিমা রহমান
ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সকে সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
ডিসি-ইউএনও পাঠিয়ে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ কঠিন, প্রয়োজন রাজনৈতিক সরকার: অর্থ উপদেষ্টা
ডেভিড-সুরুজ্জামানের মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত ও দোয়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ