![]()
নারায়ণগঞ্জ -৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, মমিনউল্লাহ ডেভিডের অভাব আমরা জাতীয়তাবাদী দলে যারা বিশ্বাস করি তারা হাড়ে হাড়ে টের পেয়েছি গত ২১ বছর। যার জাদুময়ী কাজ সবাইকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিতো।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে নগরীর মিশন পাড়ায় অবস্থিত বাংলাদেশ হোসিয়ারি সমিতির কমিউনিটি সেন্টারের প্রাঙ্গনে মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মমিনউল্লাহ ডেভিডের ২১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবার কর্তৃক আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ডেভিডের মতো সেই ধরনের নেতৃত্ব আজও আমরা অভাব বোধ করি এবং আমরা ডেভিডের আত্মার মাগফেরাত কামনা করি আল্লাহ পাক যেন তাকে বেহেস্তের সুউচ্চ মাকাম দান করেন। এমন নেতা ছিলেন সমস্ত নারায়ণগঞ্জকে যেকোনো সময় ডেকে ঐক্যবদ্ধ করতেন।
তিনি আরও বলেন, এমন কি হয়েছিল মমিনউল্লাহ ডেভিড যাকে রাতের অন্ধকারে হত্যা করা হয়েছিলো। কোন একটা ষড়যন্ত্রের শিকার হয়েছিল কিনা সেইটা যদি তদন্ত করে দেখেন অতিদ্রুত তাহলে আমরা যারা বিএনপির পরিবার আমরা আশ্বস্ত হব যে নিরপেক্ষ একটা তদন্ত করে সেই তদন্তের প্রেক্ষিতে আমরা বুঝতে পারব যে সেখানে কোন ষড়যন্ত্র হয়েছিল কিনা।
মাসুদুজ্জামান বলেন, আগামীতে যদি জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে পারে আমরা মমিনউল্লাহ ডেভিডসহ যারা এই দলের জন্য আত্মত্যাগ করেছেন জীবন বাজি রেখে দলের কাজ করে গেছেন আমরা ইনশাআল্লাহ তাদের জন্য অবশ্যই একটি ব্যবস্থা আমরা করব। তাদের স্মরণ সভা হবে তাদের সম্মানিত করা হবে তাদের সম্মান তাদেরকে ফিরিয়ে দিতে।
এসময় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমলাপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি নুরুল ইসলাম সরদার, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম জাকির হোসেন, যুগ্ম আহবায়ক আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, আতাউর রহমান মুকুল, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ুন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ফখরুল ইসলাম মজনু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
বাংলাদেশ সময়: ২২:১৯:৪৫ ৭ বার পঠিত