
চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বার্সেলোনা প্রথমার্ধেই আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে। এরপর আবার ১০ জনের দলে পরিণত হওয়ায় কোণঠাসা হয়ে পড়ে বার্সেলোনা। এরই ধারাবাহিকতায় আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। বরং তাদের জালে দুর্দান্ত সব গোল করে ৩-০ ব্যবধানের সহজ জয় তুলে নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত ম্যাচে চেলসির দাপট ছিল শুরু থেকেই, যদিও রেফারিং সিদ্ধান্তের কারণে তাদের তিনটি গোল বাতিল হয়—যার মধ্যে দুটি অফসাইড ও একটি হ্যান্ডবলের কারণে।
অন্যদিকে, ম্যাচের শুরুতে বার্সেলোনা এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল ষষ্ঠ মিনিটে। লামিনে ইয়ামালের পাস বক্সে পেয়েও ফেরান তরেস পেনাল্টি স্পটের কাছ থেকে অবিশ্বাস্যভাবে বল বাইরে মেরে সুযোগ হাতছাড়া করেন।
চেলসি ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ২৭তম মিনিটে। ডান দিকের বাইলাইনের কাছ থেকে মার্ক কুকুরেয়ার কাট-ব্যাকে বল গোললাইনে আটকে দিলেও তা বার্সেলোনা ডিফেন্ডার জুল কুন্দের পায়ে লেগে নিজেদের জালে জড়ালে আত্মঘাতী গোলের শিকার হয় বার্সা। প্রথম গোলের ধাক্কা সামলে ওঠার আগেই ৪৪তম মিনিটে আরেকটি বড় ধাক্কা খায় বার্সেলোনা। কুকুরেয়াকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন অধিনায়ক ও ডিফেন্ডার রোনাল্ড আরাউহো। ১০ জনের দলে পরিণত হয়ে প্রথমার্ধ শেষ করে বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চেলসি তাদের দাপট ধরে রাখে। ম্যাচের ৫৫তম মিনিটে দুর্দান্ত গোলে ব্যবধান দ্বিগুণ করেন তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এস্তেভোঁ। রিস জেমসের পাস পেয়ে ক্ষিপ্রতায় বক্সে ঢুকে এরিক গার্সিয়া ও আলেহান্দ্রো বাল্দের বাধা এড়িয়ে জোরাল শটে কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন তিনি।
এরপর ৭৩তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে বার্সেলোনার ঘুরে দাঁড়ানোর ক্ষীণ আশাটুকুও চেলসি শেষ করে দেয়। বক্সে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের পাসে লিয়াম ডেলাপ গোলটি করেন। যদিও লাইন্সম্যান অফসাইডের পতাকা তুলেছিল তবে ভিএআরে পাল্টে যায় সে সিদ্ধান্ত।
বাংলাদেশ সময়: ১৩:২৫:১২ ১ বার পঠিত