প্লিজ, আপনারা নারী শিল্পীদের একটু সাপোর্ট করেন: জেফার

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্লিজ, আপনারা নারী শিল্পীদের একটু সাপোর্ট করেন: জেফার
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫



প্লিজ, আপনারা নারী শিল্পীদের একটু সাপোর্ট করেন: জেফার

গায়িকা থেকে অভিনেত্রী, দুই মাধ্যমেই দর্শকপ্রিয়তা পেয়েছেন জেফার রহমান। প্লেব্যাক হোক কিংবা মৌলিক গান, অথবা অভিনয়—সব মাধ্যমেই রেখেছেন নিজের আলাদা ছাপ, পেয়েছেন দর্শক প্রশংসাও। তবে এবার এক ভিডিও বার্তায় মন খারাপ অর্থাৎ হতাশার কথা শোনালেন সময়ের আলোচিত এই সংগীতশিল্পী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ৩ মিনিট ৩৩ সেকেন্ড দৈর্ঘ্যের সেই ভিডিও বার্তায় নিজের কাজের স্বীকৃতি না পাওয়া নিয়ে কথা বলেন জেফার।

অনেক দিন পর তার মনে হয়েছে, কিছু বিষয় নিয়ে কথা বলা উচিত। আর সেই ধারণা থেকেই জেফার বলেন, ‘অনেকেরই ধারণা আমি শুধু গান করি, কণ্ঠশিল্পী, যেটা ঠিক আছে। কারণ, আমরা পেছনে কতটা কাজ করি, সেটা দেখাই না। আপনারা জানবেন না, সেটাও স্বাভাবিক।

এরপর বললেন, ‘সত্যিকারের অর্থে আমি শুধু গান করি না; গান সুর করা, বানানো, কথা, প্রস্তুতি, মিউজিক ভিডিওসহ পরিকল্পনা—আমার অনেক কিছু করতে হয়। আমি গান লিখি, সুর করি এবং আমার গানের ৯০ শতাংশই আমার সুর করা। গানের লিরিক্সের সঙ্গেও আমি জড়িত ছিলাম।’

‘এত কিছু করে গান প্রকাশের পর প্রশংসা, গালি—সবই খাওয়ার পর যখন মানুষ গানের পেছনে, আমার পেছনে আমার অবদান বোঝে না; তখন ভালো লাগে না।
মাঝে মাঝে সেটা প্রভাব ফেলে; বিশেষ করে এখন। সেটা নিয়ে এখন কথা বলছি।’—যোগ করেন গায়িকা।

সবশেষে সবাইকে শিল্পীদের, বিশেষ করে নারী শিল্পীদের পাশে থাকার আহবান জানান এই গায়িকা। বললেন, ‘প্লিজ, আপনারা শিল্পীদের, বিশেষ করে নারী শিল্পীদের একটু সাপোর্ট করেন।
আমাদের সামাজিক নানা বাধা ডিঙিয়ে কাজ করতে হয়, তারপর যখন অনেক ধরনের বিষয় আসে, তখন হতাশ হয়ে যাই। বাংলাদেশের মতো দেশে এ রকম একটা কাজ (গান) বেছে নিয়েছি…আপনাদের সাহায্য আমাদের উৎসাহিত করবে।’

বাংলাদেশ সময়: ১৩:৪৬:৫২   ১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লিজ, আপনারা নারী শিল্পীদের একটু সাপোর্ট করেন: জেফার
গণভোট নিয়ে ৮ গুরুত্বপূর্ণ তথ্য দিল সরকার
২৫ বছর পর ভারতকে হোয়াইটওয়াশ করল দক্ষিণ আফ্রিকা
শাহবাগে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে আগুন
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত
বার্সেলোনাকে উড়িয়ে দিলো চেলসি
চট্টগ্রাম বন্দরের ৩ প্রবেশমুখে অবরোধ
সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত : সিইসি
লটারির মাধ্যমে এসপি নিয়োগে মেধাবী কেউ বাদ পড়েনি: স্বরাষ্ট্র উপদেষ্টা
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বললেন জার্মান রাষ্ট্রদূত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ