![]()
ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগে শীর্ষে উঠে দাঁড়াল আর্সেনাল। বুধবার রাতে বায়ার্ন মিউনিখকে ৩-১ গোলে হারিয়ে মৌসুমের প্রথম হারের স্বাদ চেখে দেখলেন বাভারিয়ানরা।
ম্যাচের শুরু থেকে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে আরও সক্রিয় ছিল আর্সেনাল। ২২ মিনিটে একটি সেটপিস থেকে গোলের মাধ্যমে এগিয়ে যায় হোস্টরা। বুকায়ো সাকারের কর্নারে লাফিয়ে হেডে জালে বল পাঠান ডাচ ডিফেন্ডার টিম্বার। তবে বায়ার্নও তাড়াতাড়ি প্রতিক্রিয়া দেখায়। ৩২ মিনিটে কার্লের গোলে সমতা ফেরে বাভারিয়ানদের।
দ্বিতীয়ার্ধে আক্রমণে আরও তৎপর হয় আর্সেনাল। ৫৮ মিনিটে মিকেল মেরিনোর হেড পোস্টের বাইরে যায়, দুই মিনিট পর কাছ থেকে মোসকেরার হেড রক্ষক নয়ার থামান। ৬৯ মিনিটে মাদুয়েকের গোলে পুনরায় লিড নেয় আর্সেনাল। ৭৭ মিনিটে গোলকিপার নয়ারের ভুল কাজে লাগিয়ে ব্যবধান আরও বাড়ান গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, যা বায়ার্নের ঘুরে দাঁড়ানোকে কঠিন করে তোলে।
এই জয়ে ১৫ পয়েন্টে পৌঁছে আর্সেনাল একমাত্র দল হিসেবে প্রাথমিক পর্বের প্রথম পাঁচ ম্যাচের সবগুলোই জিতেছে। ১২ পয়েন্ট নিয়ে পরের চারটি স্থানে যথাক্রমে আছে পিএসজি, বায়ার্ন, ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদ।
বাংলাদেশ সময়: ১৪:১৪:১৮ ৮ বার পঠিত