কুমিল্লায় ৯ দিনব্যাপী বইমেলা শুরু আগামীকাল

প্রথম পাতা » চট্টগ্রাম » কুমিল্লায় ৯ দিনব্যাপী বইমেলা শুরু আগামীকাল
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫



কুমিল্লায় ৯ দিনব্যাপী বইমেলা শুরু আগামীকাল

কুমিল্লায় জেলা প্রশাসন ও জাতীয় গ্রন্থ কেন্দ্রের যৌথ উদ্যোগে ৯ দিনব্যাপী বইমেলা শুরু হচ্ছে আগামীকাল। কুমিল্লা টাউন হল ময়দানে মেলাটি প্রতিদিন বিকেল সাড়ে ৩ টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। মেলাটি চলবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত।

আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক মো. রেজা হাসান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল শুক্রবার বিকেল সাড়ে তিনটায় মেলার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম।

সভা সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মো. রেজা হাসান। অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় গ্রন্থকেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন।

মেলায় প্রতিদিন সন্ধ্যার পর বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আগামী ৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৩ টায় বইমেলার সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হবে। সমাপনী দিনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া। ওই অনুষ্ঠানেও সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক রেজা হাসান।

মেলায় ঢাকার ৭৪টি খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান, ১০টি সরকারি প্রতিষ্ঠান ও ১০টি বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৯৪ টি প্রতিষ্ঠান অংশ নেবে। এ লক্ষে টাউনহল মাঠে ১০০টি স্টল স্থাপন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ উন্নয়ন) সুলতানা রাজিয়া, জেলা প্রসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকবৃন্দ।

বাসস/এনডি/সংবাদদাতা/১৫৪০/-টিকে

কুমিল্লা, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : কুমিল্লায় জেলা প্রশাসন ও জাতীয় গ্রন্থ কেন্দ্রের যৌথ উদ্যোগে ৯ দিনব্যাপী বইমেলা শুরু হচ্ছে আগামীকাল। কুমিল্লা টাউন হল ময়দানে মেলাটি প্রতিদিন বিকেল সাড়ে ৩ টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। মেলাটি চলবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত।

আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক মো. রেজা হাসান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল শুক্রবার বিকেল সাড়ে তিনটায় মেলার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম।

সভা সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মো. রেজা হাসান। অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় গ্রন্থকেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন।

মেলায় প্রতিদিন সন্ধ্যার পর বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আগামী ৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৩ টায় বইমেলার সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হবে। সমাপনী দিনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া। ওই অনুষ্ঠানেও সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক রেজা হাসান।

মেলায় ঢাকার ৭৪টি খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান, ১০টি সরকারি প্রতিষ্ঠান ও ১০টি বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৯৪ টি প্রতিষ্ঠান অংশ নেবে। এ লক্ষে টাউনহল মাঠে ১০০টি স্টল স্থাপন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ উন্নয়ন) সুলতানা রাজিয়া, জেলা প্রসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৬:৩০:০৪   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় ৯ দিনব্যাপী বইমেলা শুরু আগামীকাল
আমরা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করি না : এ্যানি
রাঙ্গামাটিতে পিআইবির ৩ দিনব্যাপী ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ
চট্টগ্রাম বন্দরের ৩ প্রবেশমুখে অবরোধ
মেগাপ্রকল্প নয়, মানুষের কল্যাণে বিনিয়োগে গুরুত্ব দেবে বিএনপি : আমীর খসরু
ব্রাহ্মণবাড়িয়ায় ২০ মাসে তিন হাজার মামলা, নিষ্পত্তি ৭৭ শতাংশ
জাতীয় বেতনস্কেল অনুসারে ইমাম-খতিবদের বেতন-ভাতা দেওয়ার অনুরোধ ধর্ম উপদেষ্টার
মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : এ্যানি
পরিবর্তনের সুযোগ এসেছে, আসুন সবাই কাজে লাগাই : মজিবুর রহমান মঞ্জু
দলের মজলুম অবস্থায় মুখপাত্রের মতো কাজ করেছি: রুমিন ফারহানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ