
চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান শিরোপাধারী পিএসজির বিপক্ষে দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৫–৩ গোলে হেরে গেল টটেনহ্যাম হটস্পার। চলতি মৌসুমে এটিই টটেনহ্যামের প্রথম পরাজয়। এই হারে টটেনহ্যাম নেমে গেছে পয়েন্ট তালিকার ১৬ নম্বরে। পরের ম্যাচে স্লাভিয়া প্রাগের বিপক্ষে জয় এখন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পার্ক দে প্রিন্সে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে সাহসী ও আক্রমণাত্মক ফুটবল খেলেও শেষ রক্ষা হয়নি টটেনহ্যামের। ৩৫ মিনিটে কাছ থেকে হেড করে দলকে এগিয়ে দেন রিচার্লিসন। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে দুর্দান্ত ডান পায়ের শটে সমতা ফেরান ভিতিনিয়া।
দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মাথায় নিজের সাবেক ক্লাবের বিপক্ষেই জটলার মধ্যে বল জালে পাঠিয়ে আবার টটেনহ্যামকে এগিয়ে দেন রান্দাল কোলো মুআনি। কিন্তু এরপরই মাত্র ১২ মিনিটের ব্যবধানে তিন গোল করে ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেয় পিএসজি।
ভিতিনিয়া বাঁ পায়ের আরেকটি দৃষ্টিনন্দন শটে দ্বিতীয়বার সমতা ফেরান। এরপর পাপে মাতার সার মাঝমাঠে বল হারালে সেই সুযোগ কাজে লাগিয়ে প্রথমবারের মতো প্যারিসকে এগিয়ে দেন ফাবিয়ান রুইজ। রক্ষণভাগের আরও বিভ্রান্তির সুযোগ নিয়ে চতুর্থ গোলটি করেন উইলিয়ান পাচো।
৭২ মিনিটে শক্তিশালী শটে নিজের দ্বিতীয় গোল করে টটেনহ্যামকে ফের লড়াইয়ে ফেরান কোলো মুআনি। কিন্তু চার মিনিট পর ক্রিস্তিয়ান রোমেরোর হ্যান্ডবলের কারণে পাওয়া পেনাল্টি থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ভিতিনিয়া। যোগ করা সময়ে কনুইয়ের আঘাতে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বদলি খেলোয়াড় লুকাস হার্নান্দেজ। যদিও ততক্ষণে ম্যাচের ফল চূড়ান্ত হয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৩:৪৭:০৮ ৬ বার পঠিত