সোনারগাঁয়ে সুতা ব্যবসায়ীকে কুপিয়ে ৪ লক্ষাধিক টাকা ছিনতাই

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে সুতা ব্যবসায়ীকে কুপিয়ে ৪ লক্ষাধিক টাকা ছিনতাই
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫



সোনারগাঁয়ে সুতা ব্যবসায়ীকে কুপিয়ে ৪ লক্ষাধিক টাকা ছিনতাই

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আবারও সংঘবদ্ধ ছিনতাইকারীদের বেপরোয়া তৎপরতার শিকার হয়েছেন এক সুতা ব্যবসায়ী। গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে একরামুল হক (৫৫) নামে সুতা ব্যবসায়ীকে কুপিয়ে চার লাখ ১৮ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত একরামুল হকের ঘনিষ্ঠ বন্ধু রহমত আলী জানান, একরামুল হক দীর্ঘদিন ধরে মোগরাপাড়া ইউনিয়নের রহমতপুর গ্রামে বসবাস করে সুতা ব্যবসা পরিচালনা করছেন। প্রতি বৃহস্পতিবার তিনি পাওনাদারদের কাছে টাকা পরিশোধের জন্য নগদ টাকা বহন করেন। সেই ধারাবাহিকতায় সেদিনও চার লাখ ১৮ হাজার টাকা নিয়ে তিনি রহমত আলীর বাসার উদ্দেশ্যে রওনা হন।

রাত সাড়ে নয়টার দিকে ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে দু-তিনজন ছিনতাইকারী তার গতিরোধ করে। তারা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে একরামুল হক বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে টাকা ছিনিয়ে পালিয়ে যায়। ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং প্রথমে তাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

রহমত আলী আরও জানান, হামলায় একরামুল হকের ডান হাতের কব্জির দুটি রগ কেটে যায়, এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। বর্তমানে তার অবস্থার কিছুটা উন্নতি হলেও পুরোপুরি কথা বলার মতো অবস্থায় নেই। সুস্থ হয়ে উঠলে তিনি থানায় অভিযোগ করবেন।

স্থানীয় সুতা ব্যবসায়ী রাজু আহমেদ জানান, রহমতপুর এলাকায় ব্যবসায়ীরা নিয়মিতই ছিনতাইকারীদের টার্গেট হন। গত ৫ আগস্টের পর থেকে এলাকায় প্রায় ১২-১৪টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। টাকা-পয়সা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা নিয়মিত হওয়ায় ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত নন। কেউ অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:০৯   ৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


২৬৮ আসনে কেউ মনোনয়ন প্রত্যহার করবে না : গাজী আতাউর
খালেদা জিয়ার স্মরণে শোকসভা শুরু, যোগ দিয়েছেন তারেক রহমান
‘গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে’: উপদেষ্টা আদিলুর
গোটা জাতির কাছে আলোর দিশারী ছিলেন বেগম জিয়া: রিজভী
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরান-যুক্তরাষ্ট্র তীব্র বাকযুদ্ধ
প্রত্যেক নাগরিককে শক্তিশালী হতে হবে : আমীর খসরু
গণভোটের সমালোচনাকারীদের জানার পরিধি কম : প্রেস সচিব
নরসিংদীতে ছাত্রদল কর্মীকে হত্যার ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেফতার
১১ দলীয় জোটে থাকছে না ইসলামী আন্দোলন
টস জিতে নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠাল চট্টগ্রাম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ