রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

ক্যালিফোর্নিয়ায় গুলিবর্ষণে নিহত ৪, আহত ১০

প্রথম পাতা » আন্তর্জাতিক » ক্যালিফোর্নিয়ায় গুলিবর্ষণে নিহত ৪, আহত ১০
রবিবার, ৩০ নভেম্বর ২০২৫



ক্যালিফোর্নিয়ায় গুলিবর্ষণে নিহত ৪, আহত ১০

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শনিবার রাতে এক বন্দুক হামলায় চার জন নিহত ও ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। দেশটির পুলিশ একে ‘পরিকল্পিত হামলা’ বলে অভিহিত করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সান জোয়াকুইন কাউন্টি শেরিফের কার্যালয় সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, ‘এই হামলায় ১০ জন আহত হয়েছে এবং চার জন নিহত হয়েছে।’

শেরিফের কার্যালয় জানিয়েছে, গোয়েন্দারা ‘এই ট্র্যাজেডির কারণ জানার জন্য কাজ করছেন।’

এতে বলা হয়েছে, প্রাথমিক প্রমাণ অনুযায়ী, ঘটনাটি একটি ‘লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে ঘটনো’ হতে পারে এবং তদন্তকারীরা সমস্ত সম্ভাব্য দিক খতিয়ে দেখছেন।

পুলিশ জানিয়েছে, ‘আমরা তথ্য, ভিডিও ফুটেজ, অথবা যারা এই ঘটনার কোনও অংশ প্রত্যক্ষ করেছেন, তাদের অবিলম্বে সান জোয়াকুইন কাউন্টি শেরিফের অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।’

বাংলাদেশ সময়: ১৬:৫০:৩০   ৫ বার পঠিত