
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রদবদলের অংশ হিসেবে বন্দর উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান ও বন্দর থানার ওসি মো. লিয়াকত আলীকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বন্দর উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে তাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সরকার আশ্রাফুল ইসলাম, নৌ পুলিশের পরিদর্শক সালেহ আহমেদ, নির্বাচন অফিসার শেখ ফরিদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, প্রকৌশলী সামিন ইশরাক, মাধ্যমিক শিক্ষা অফিসার কাইয়ুম খান, সমাজসেবা কর্মকর্তা ফয়সাল কবির, যুব উন্নয়ন অফিসার মো. শাহেন শাহ, খাদ্য নিয়ন্ত্রক মুশফিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিবৃন্দ।
বিদায়ী সংবর্ধনায় বক্তারা বলেন, “কঠিন ও চরম টালমাটাল পরিস্থিতিতে উভয় কর্মকর্তা জনমনে স্বস্তি ফেরাতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিলেন দুই কর্মকর্তা। স্বল্প সময়ের মধ্যে তারা সফলভাবে কর্মপরিকল্পনা বাস্তবায়ন করে বন্দরের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্ষম হন।”
বাংলাদেশ সময়: ২৩:৩২:০৩ ৩ বার পঠিত